For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশুদিবসের দিন বদলের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মনোজ তিওয়ারির

Google Oneindia Bengali News

দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষ্যে গোটা দেশজুড়ে পালিত হয় শিশু দিবস। যা ১৪ নভেম্বর। কিন্তু এবার সেই শিশুদিবস নিয়েও আপত্তি তুললেন দিল্লি বিজেপি সভাপতি তথা লোকসভার সাংসদ মনোজ তিওয়ারি। তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এ বিষয়ে জানিয়েছেন।

শিশুদিবস পালন হোক ২৬ ডিসেম্বর


চিঠিতে সাংসদ আবদার করেছেন, ১৪ নভেম্বরের বদলে তা ২৬ ডিসেম্বর শিশু দিবস পালন করা হোক। উল্লেখ্য, শিখ ধর্মের দশম গুরু গোবিন্দ সিংয়ের দুই সন্তানের বলিদানকে স্রদ্ধা জানাতে চিঠি লিখে শিশুদিবসের তারিখ পরিবর্তনের আর্জি মনোজ তিওয়ারির।

তাঁর বক্তব্য, দেশে এমন অনেক শিশুই ছিলেন যাঁরা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তবে তাঁদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম গুরু গোবিন্দ সিংয়ের দুই সন্তান, সাহিবজাদে জোরাবর ও সাহিবজাদে ফতেহ সিং। ১৭০৫ সালের ২৬ ডিসেম্বর পাঞ্জাবের শিরহিন্দে তাঁরা তাঁদের জীবনের বলি দিয়েছিলেন ধর্ম রক্ষা করার জন্য। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মনোজের আবেদন, দুই শহিদের এই বলিদান দেশের শিশু মনকে অনুপ্রাণিত করবে। শিশুদের বিকশিত করবে। দেশের শিশুদের নিজেদের প্রতি আস্থা বাড়বে।

English summary
Manoj Tiwari Urges, PM Modi to Change Children's Day Date
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X