For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৫-তে সেনা চপার ভেঙে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে ছিলেন CDS রাওয়াত

২০১৫-তে সেনা চপার ভেঙে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে ছিলেন CDS রাওয়াত

  • |
Google Oneindia Bengali News

সারা দেশ অধীর উৎকণ্ঠায় অপেক্ষা করছে সেনাপ্রধান বিপিন রাওয়াতের শরীর নিয়ে ভালো কোনও খবর শোনার! কিছুক্ষণ আগে তামিলনাড়ুর কুন্নুরে ঘটে যাওয়া একটি সেনা বিমান দুর্ঘটনায় কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন CDS রাওয়াত। কিন্তু এই প্রথম ময় এর আগেও রাওয়াতকে উড়তে থাকা সেনা চপার ভেঙে পড়েছে। এবং সেবারে আহত হলেও দারুণভাবে কামব্যাক করেছিলেন দেশের সেনাপ্রধান৷

কবে কোথায় হয়েছিল দুর্ঘটনা?

কবে কোথায় হয়েছিল দুর্ঘটনা?

২০১৫ সালে, নাগাল্যান্ডের ডিমাপুরে সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার ভেঙে পড়েছিল। ওই কপ্টারে ছিলেন বিপিন রাওয়াত এবং এক সেনা অফিসার। সে সময় ভারতীয় সেনাবাহিনীর ল্যাফটন্যান্ট জেনারেল ছিলেন রাওয়াত। ছ'বছর আগে ওই চিতা হেলিকপ্টারটির ভেঙে পড়ার দিন বিপিন রাওয়াত এবং আরও দুই সেনা আধিকারিককে নিয়ে ন্যাগাল্যান্ডের রাঙাপাহাড় থেকে উড়েছিল চিতা কপ্টারটি তারপরই ঘটে দুর্ঘটনা।

ঠিক কী হয়েছিল ছ'বছর আগে নাগাল্যান্ডের ডিমাপুরে?

ঠিক কী হয়েছিল ছ'বছর আগে নাগাল্যান্ডের ডিমাপুরে?

বুধবার তামিলনাড়ুর কন্নুরে কিভাবে সেনাবাহিনীর মিগ ১৭ চপার ভেঙে পড়ল তা জানা যায়নি। ঠিক কোনও যান্ত্রিক ত্রুটি কিংবা সমস্যার কারণে এতবড় দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তনে ২০১৫ সালে ডিমাপুরের রাঙাপাহাড় থেকে বিপিন ও আরও দুই সেনা আধিকারীককে নিয়ে ওড়া চিতা চপারটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে বন্ধ হয়ে যায় এবং ২০ ফুট উপর থেকে মাটিতে ঙেঙে পড়ে বিমানটি। সে যাত্রায় চোট পেলেও বড়সড় ক্ষতির হাত থেকে বেঁচেছিলেন রাওয়াত। এদিন তামিলনাড়ুরতে হওয়া চপার দুর্ঘটনা কাটিয়ে সুস্থ হয়ে রাওয়াতের ফেরার অপেক্ষায় রয়েছে সারা দেশ।

তামিলনাড়ুর দুর্ঘটনায় কার ছিলেন কপ্টারে?

তামিলনাড়ুর দুর্ঘটনায় কার ছিলেন কপ্টারে?

সূত্রের খবর রাওয়াত ছাড়াও আরও ১৩ ছিলেন কপ্টারে। যার মধ্যে রাওয়াতের স্ত্রী এবং ব্রিগেডিয়ার ও লেফট্যান্যান্ট পদমর্যাদার আধিকারিকরা ছিলেন কপ্টারে। যাদের মধ্যে ১১ জন মৃত বলে জানা গিয়েছে।

English summary
Earlier in 2015, an army cheetah helicopter crashed in Dimapur, Nagaland. Bipin Rawat was in that helicopter. But that time CDS Rawat survived the chopper collapsed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X