For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোর্ড পরীক্ষার আগে শিক্ষার্থী ও অভিভাবকদের ভুয়ো খবর সম্পর্কে সতর্ক করলো সিবিএসই

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় মধ্যশিক্ষা পরিষদের (সিবিএসই) শনিবার বোর্ড পরীক্ষার আগে গুজব ও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের বিষয়ে পড়ুয়া ও অভিভাবকদের সতর্ক করলো।

শিক্ষার্থী ও অভিভাবকদের ভুয়ো খবর সম্পর্কে সতর্ক করলো সিবিএসই


কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদের দশম ও দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হতে চলেছে ২০২০ সালের ১৫ই ফেব্রুয়ারি থেকে। সূত্রের খবর, বোর্ডের পরীক্ষায় কোনও রকম অনিয়ম ঠেকাতে ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই।

এদিকে কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে যে কিছু ব্যক্তি শিক্ষার্থী, অভিভাবক, স্কুল এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াতে বিভিন্ন নিউজ প্ল্যাটফর্ম এবং ইউটিউব, ফেসবুক এবং টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিকে ব্যবহার করছে। অনেক সময় ভুয়ো ভিডিও বার্তা পোস্টের মাধ্যমেও গুজব ছড়ানো হচ্ছে বলে খবর।

এই প্রসঙ্গে বোর্ডের তরফে এই ধরনের ক্রিয়াকলাপের সাথে জড়িত ব্যক্তিদের সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি এই ধরনের বেআইনি কার্যকলাপ থেকে নিজেদের বিরত রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তীকালে এই জাতীয় কোনও তথ্য নজরে এলে, তাৎক্ষণিক প্রতিকারমূলক ব্যবস্থা হিসাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সিবিএসই।

English summary
CBSE alerts students and parents before board exams against fake news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X