For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলে বাজিমাত তিন কন্যার, ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ হল শনিবার। শুক্রবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বাজিমাত করল ছাত্রীরা।

Google Oneindia Bengali News

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফলে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা। শনিবার ফল প্রকাশ হওয়ার পরই জানা যায়, এবার প্রথম তিন স্থান অধিকার করেছেন তিন ছাত্রী। সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলে এবার পাসের হার বেড়ে হয়েছে ৮৩.০১ শতাংশ। প্রথম হয়েছে গাজিয়াবাদের মেঘনা শ্রীবাস্তব। তার প্রাপ্ত নম্বর ৪৯৯। মেঘনা মাত্র এক নম্বর কম পেয়েছে মোট নম্বরের তুলনায়। এবার পরীক্ষায় প্রথম তিন স্থান দখল করেছে তিন ছাত্রী।

সিবিএসই-র ফলে বাজিমাত তিন কন্যার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় টুইট করে সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সিবিএসই বোর্জের তরফে জানানো হয়েছে। সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সিবিএসই-র ফল জানা যাবে cbse.examresults.net, cbseresults.nic.in, results.gov.in-এ।

এই ওয়েবসাইটগুলির মধ্যে যে কোনও একটি ওপেন করার পর class 12 Exam Results ট্যাবে ক্লিক করতে হবে। তারপর নিজের রোল নম্বর লিখে সাবমিট করতে হবে। উল্লেখ্য, এবার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল ৫ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। এবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী ১১ লক্ষ ৮৬ হাজার ৩০৬ জন। দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয় সারা দেশের মধ্যে ৪ হাজার ১৩৮টি কেন্দ্রে এবং দেশের বাইরে ৭১টি কেন্দ্রে।

English summary
CBSE twelve class result declared on Saturday. 83.01 percent students are passed in CBSE. The result will be known in Website.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X