For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিএসই দশম শ্রেণিরও ফলে জয়জয়কার মেয়েদের, প্রথমস্থানে চারজনের মধ্যে তিনজনই ছাত্রী

সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হল। এবার পাশের হার ৮৬.৭০ শতাংশ। এবারও সিবিএসএ-তে মেয়েদের জয়জয়কার। ৪৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছে চারজন।

Google Oneindia Bengali News

সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হল। এবার পাশের হার ৮৬.৭০ শতাংশ। এবারও সিবিএসএ-তে মেয়েদের জয়জয়কার। ৪৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছে চারজন। চারজনের মধ্যে তিনজনই ছাত্রী। সেরা চার ছাত্রছাত্রী হল প্রখর মিত্তল, নন্দিনী গর্গ, শ্রীলক্ষ্মী জি ও রিমঝিম আগরওয়াল।

সিবিএসই দশম শ্রেণিরও ফলে জয়জয়কার মেয়েদের, প্রথমস্থানে চারজনের মধ্যে তিনজনই ছাত্রী

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের তিনদিনের মাথায় দশম শ্রেণির ফল প্রকাশ করা হল। এদিন নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগেই ফলাফল প্রকাশ করা হয়। ২০১৮-র সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার্থী ছিল মোট ১৬ লক্ষ ৩৮ হাজার ৪২০ জন। দশম শ্রেণির পরীক্ষা হয় দেশের মধ্যে ৪ হাজার ৪৫৩টি কেন্দ্রে এবং দেশের বাইরে ৭৮টি কেন্দ্রে।

বোর্ডের তরফে জানানো হয়েছে সিবিএসই-র ফল জানা যাবে cbse.examresults.net, cbseresults.nic.in, results.gov.in-এ। এই ওয়েবসাইটগুলির মধ্যে যে কোনও একটি ওপেন করার পর class 10 Exam Results ট্যাবে ক্লিক করতে হবে। তারপর নিজের রোল নম্বর লিখে সাবমিট করতে হবে।

উল্লেখ্য, গত বছরের মতোই রীতি বজায় রেখে প্রথমে দ্বাদশ শ্রেণি, তারপর দশম শ্রেণির ফলাফল প্রকাশ করা হচ্ছে। গতবার দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হয়েছিল মে মাসের শেষ সপ্তাহে। আর দশম শ্রেণির ফল প্রকাশ হয়েছিল জুন মাসের প্রথমে। এবার অবশ্য দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশের তিনদিনের মাথাতেই দশম শ্রেণির ফল প্রকাশ হল।

English summary
CBSE ten class’s result out and four students take first place. Three are girls student among them,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X