For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রী প্রকাশ জাভাড়েকরের বাড়ির সামনে ১৪৪ ধারা, দিল্লি জুড়ে ছাত্র বিক্ষোভ

পড়ুয়াদের মিছিল কেন্দ্রীয় মানব সম্পদমন্ত্রী প্রকাশ জাভড়েকরের বাড়ির সামনে এসে পড়লে তৎক্ষণাত বাড়ানো হয় মন্ত্রীর নিরাপত্তা।

  • |
Google Oneindia Bengali News

সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে রীতিমত ক্ষোভে ফুঁসছে বোর্ডের পরীক্ষার্থীরা। ঘটনায় বোর্ডের উদাসীনতা তথা কেন্দ্রীয় মানব সম্প্দ দফতরের গাফিলতিকে দায়ি করে এদিন রাজধানী দিল্লির পথে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। পড়ুয়াদের মিছিল কেন্দ্রীয় মানব সম্পদমন্ত্রী প্রকাশ জাভড়েকরের বাড়ির সামনে এসে পড়লে তৎক্ষণাত বাড়ানো হয় মন্ত্রীর নিরাপত্তা।

মন্ত্রী প্রকাশ জাভাড়েকরের বাড়ির সামনে ১৪৪ ধারা, দিল্লি জুড়ে ছাত্র বিক্ষোভ

মন্ত্রী প্রকাশ জাভাড়েকরের বাড়ির সামনে লাগু কার হয়েছে ১৪৪ ধারা। উল্লেক্য, তাঁর বাসভবনের সামনই এদিন পড়ুয়াদের জমায়েত এসে পৌঁছলে এই ব্যবস্থা নেওয়া হয় প্রশাসন সূত্রে। অন্যদিকে , সিবিএসই দফতরের সামনেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। র‌্যাপিড অ্যাকশন ফোর্স সমেত একাধিক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে সামিল হয়েছে এনসিইউআই সমর্থকরাও। এদিকে, কংগ্রেসেদের দাবি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে যেন কোনওভাবে আবার পরীক্ষা না নেওয়া হয়। এনিয়ে তাঁরা একটি মেমোরেন্ডামও পেশ করেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকর কাছে।

English summary
CBSE students protest outside board HQ, security uped at Javadekar's residence.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X