For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিএসই-র প্রশ্নফাঁস কাণ্ড, ফের নেওয়া হবে দশম ও দ্বাদশ শ্রেনির পরীক্ষা, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

প্রশ্নফাঁস কাণ্ডে বেশ অস্বস্তিতে দেশের অন্যতম শিক্ষা বিষয়ক বোর্ড সিবিএসই। এদিন, এই বোর্ডের তরফে জানানো হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর জন্য দুটি পরীক্ষা ফের একবার সংগঠিত করা হবে।

  • |
Google Oneindia Bengali News

প্রশ্নফাঁস কাণ্ডে বেশ অস্বস্তিতে দেশের অন্যতম শিক্ষা বিষয়ক বোর্ড সিবিএসই। এদিন, এই বোর্ডের তরফে জানানো হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর জন্য দুটি পরীক্ষা ফের একবার সংগঠিত করা হবে। উল্লেখ্য, এর আগে দ্বাদশ শ্রেণির অর্থনীতি ও দশম শ্রেণির গণিত , এই দুটি বিষয়ের প্রশ্ন ফাঁস হওয়ার খবর উঠে আসে। বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গোটা বিষয়টিতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সিবিএসই-র প্রশ্নফাঁস কাণ্ড, আবারও নেওয়া হবে দশম ও দ্বাদশ শ্রেনির পরীক্ষা

সিবিএসসি বোর্ডের তরফে এদিন জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির অর্থনীতি ও দশম শ্রেণির গণিত পরীক্ষা আবারও সংগঠিত করা হবে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই পরীক্ষা সংগঠিত হবে বলে খবর। তবে কবে এই পরীক্ষা সংগঠিত হবে , সেই দিন এখনও জানায়নি সিবিএসসই। আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে বলে খবর। এর আগে, এসএসসি-র প্রশ্ন ফাঁসকাণ্ড নিয়ে দেশে বেশ শোরগোল পড়ে যায়। ঘটনায় গ্রেফতার হয় ৪ জন।

এদিকে, সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁসকাণ্ড নিয়ে ক্ষুব্ধ পড়ুয়ারা। তাদের অভিভাবকরাও অত্যন্ত অসন্তুষ্ট দেশের প্রথম সারির এক শিক্ষা বিষয়ক বোর্ডের এই উদাসীনতা নিয়ে। জানা গিয়েছিল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এনিয়ে দেশের বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখেও পড়েছে বোর্ড। এবছর প্রায় ৩৮ হাজার পড়ুয়া রয়েছে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার্থী হিসাবে। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৮৬ হাজার।

English summary
CBSE Exam to be conducted after paper leak news.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X