For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশ্নফাঁসের জের, সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অর্থনীতি পরীক্ষা ২৫ এপ্রিল

সিবিএসই-র দ্বাদশশ্রেণির ইকনমিক্স বা অর্থনীতি বিষয়ের পরীক্ষা আগামী ২৫ এপ্রিল নেওয়া হবে। এই তথ্য এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব অনিল স্বরূপ।

  • |
Google Oneindia Bengali News

সিবিএসই-র দ্বাদশশ্রেণির ইকনমিক্স বা অর্থনীতি বিষয়ের পরীক্ষা আগামী ২৫ এপ্রিল নেওয়া হবে। এই তথ্য এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব অনিল স্বরূপ। উল্লেখ্য, সিবিএসই-র মতো বোর্ডের দ্বাদশ শেরণির পরীক্ষায় অর্থনীতির প্রশ্ন ফাঁসকাণ্ডের জেরেই এই পরীক্ষার ফের সংগঠিত করা হচ্ছে।

প্রশ্নফাঁসের জের, সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অর্থনীতি পরীক্ষা ২৫ এপ্রিল

শুধু দ্বাদশ শ্রেণির পরীক্ষাই নয়, দশম শ্রেণির সিবিএসই-র পরীক্ষার গণিতের প্রশ্নপত্রও ফাঁস হয়েছে , বলে দাবি করা হয় । সেই পরীক্ষাও আবার নেওয়া হবে বলে, বোর্ড আগেই জানিয়েছিল। তবে কেব এই পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে দিনক্ষণ জানানো হয়নি। সম্ভবত, জুলাই মাসে হতে পারে সিবিএসই-র দশম শ্রেণির গণিতের পরীক্ষা। তেবে সেক্ষেত্রে শুধুই হরিয়ানা ও দিল্লিতে নেওয়া হবে পরীক্ষা।

শিক্ষা সচিব এদিন জানিয়েছেন, দশম শ্রেণির পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। আগামী ১৫ দিনের মধ্যেই সেই সিদ্ধান্তের বিষয়ে সকলকে জানানো হবে। উল্লেখ্য, প্রশ্নফাঁস কাণ্ড, বোর্ডের উদাসীনতা নিয়ে দেশ জুড়ে ক্ষোভ ফুঁসছে পরীক্ষার্থীরা। এদিন রাজধানী দিল্লিতে এ নিয়ে পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনও চলে। ঝাড়খণ্ডে প্রশ্নফাংসকাণ্ডে আটক করা হয় কয়েকজনব সন্দেহভাজন পড়ুয়াকে।

English summary
CBSE Economics ReExamination on 25 th April, decision on 1oth is still pending.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X