For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মারণ নীল তিমির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কেন্দ্রীয় বোর্ডের, স্কুলগুলিকে জারি নির্দেশিকা

মারণ নীল তিমির নেশা থেকে পড়ুয়াদের মুক্ত করতে এবার এগিয়ে এল সিবিএসই বোর্ড, স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশিকা জারি

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

অনলাইন সুইসাইড গেম ব্লু হোয়েল চ্যালেঞ্জের ওপর লাগাম টানতে আগেই সমস্ত বড় ইন্টারনেট সংস্থা ও সোশ্যাল মিডিয়াগুলিকে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। কিন্তু তাতেও যেন ঠিক স্বস্তি হচ্ছে না সিবিএসই বোর্ডের। সেকারণেই এই মারণ নীল তিমির নেশাকে পুরোপুরি বন্ধ করতে দিল্লি- এনসিআর স্কুলগুলিকে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় বোর্ড।

মারণ নীল তিমির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কেন্দ্রীয় বোর্ডের, স্কুলগুলিকে জারি নির্দেশিকা

স্কুলের মধ্যে যেকোনও রকম ইলেক্ট্রনিক গ্যাজেট যাতে ছবি, ভিডিও আদান-প্রদান করা যায়, স্টোর করা যায়, তার ওপর নিষেধাজ্ঞা জারি করতে বলা হল স্কুলগুলিকে। ইতিমধ্যেই প্রায় সব স্কুল কর্তৃপক্ষই এবিষয়ে বিশেষ নজর দিতে বলেছে শিক্ষকদের। এছাড়াও সমস্ত স্কুলে ইন্টারনেট ফায়ারওয়াল ও সাইট ব্লকিং সফটঅয়্যার ব্যবহার করতে বলা হয়েছে। হরিয়ানা শিশু সুরক্ষা কমিশনও সমস্ত স্কুলগুলিকে নির্দেশিকা জারি করে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ওপর বিশেষ নজর দিতে বলেছে। প্রয়োজন হলে কাউন্সেলিংয়ের পরামর্শও দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই কয়েকটি স্কুলে ইন্টারনেটের সুফল ও কুফল বোঝাতে বিশেষ কর্মশালারও আয়োজন হয়েছে বলে জানা গিয়েছে। ব্লু হোয়েল চ্যালেঞ্জ নিয়েও পড়ুয়াদের বহু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ওই কর্মশালায়। ব্লু হোয়েল চ্যালেঞ্জকে পুরোপুরিভাবে বন্ধ করতে বদ্ধপরিকর স্কুলগুলিও সিবিএসই বোর্ডের নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে।

[আরও পড়ুন: নীল তিমিদের নেশা তাড়াতে বাজারে হাজির গোলাপি তিমি ][আরও পড়ুন: নীল তিমিদের নেশা তাড়াতে বাজারে হাজির গোলাপি তিমি ]

English summary
CBSE steps forward to counter killer online games like blue whale challenge, directs schools to ban using mobile phones inside school.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X