For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশিত হল সিবিএসই-র মেডিক্যালের ফল! প্রথম বিহারের কল্পনা কুমারী

প্রকাশিত হল সিবিএসই-র এনইইটি-এর ২০১৮-র ফলাফল। cbseneet.nic.in এবং cbseresults.nic.in-এ ফলাফল প্রকাশিত হয়েছে।

Google Oneindia Bengali News

প্রকাশিত হল সিবিএসই-র এনইইটি-এর ২০১৮-র ফলাফল। cbseneet.nic.in এবং cbseresults.nic.in-এ ফলাফল প্রকাশিত হয়েছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব টুইট করে দুপুর দুটোয় ফল প্রকাশের কথা জানালেও, তার আগেই ফল প্রকাশতি হয়ে যায়। সাতলক্ষের ওপর বেশি ছাত্রছাত্রী সফল হয়েছেন বলে জানা গিয়েছে।

প্রকাশিত হল সিবিএসই-র মেডিক্যালের ফল! প্রথম বিহারের কল্পনা কুমারী

সিবিএসই-র ন্যাশনাল লেভেল মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষাই এনইইটি নামে পরিচিত। ৬ মে ১৩,২৬,৭২৫ জন এই পরীক্ষা দিয়েছিল। যাঁর মধ্যে ৭,১৪,৫৬২ জন পাশ করেছে। সিবিএসই-র তরফে সফল হওয়া ছাত্রছাত্রীদের একটি তালিকা তৈরি করেছে। যাঁরা সারা ভারতের ১৫ শতাংশ সংরক্ষণের আওতায় সুযোগ পাবে। সফলদের তালিকা স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকে পাঠিয়ে দেওয়া হবে। যায়তে সফল ছাত্রছাত্রীরা ১৫ শতাংশ সংরক্ষণের আওতায় অনলাইন কাউন্সেলিং-এর সুযোগ পেতে পারে।

সিবিএসই-র এনইইটি-এর ২০১৮-র ফলাফল যাচাইয়ের উপায়

  • প্রথমে সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে cbseneet.nic.in-এ যেতে হবে।
  • সেখান থেকে CBSE NEET Result 2018-এ যেতে হবে।
  • রোল নম্বর এবং অন্য বিস্তারিত তথ্য দিতে হবে।
  • এরপর সাবমিট-এ ক্লিক করে রেজাল্ট ডাউনলোড করতে হবে। এর একটা প্রিন্টও নিয়ে রাখতে হবে, যা পরবর্তী পর্যায়ে কাজে আসতে পারে।

পার্সেন্টাইলের ওপর ভিত্তি করে সম্ভাব্য প্রথম কয়েকজনের নাম

  • বিহারের কল্পনা কুমারী প্রথম হয়েছেন, তিনি পেয়েছেন ৬৯১,৯৯.৯৯৯৯২১
  • তেলেঙ্গানার রোহিত পুরোহিত পেয়েছেন ৬৯০,৯৯.৯৯৯৭৬৪
  • দিল্লির হিমাংশু শর্মা পেয়েছেন ৬৯০,৯৯.৯৯৯৭৬৪
  • দিল্লির আরোশ ধামিজা পেয়েছেন ৬৮৬,৯৯.৯৯৯৬০৬
  • রাজস্থানের প্রিন্স চৌধুরী পেয়েছেন ৬৮৬,৯৯.৯৯৯৬০৬
রাজ্যের মধ্যে ভাল ফল আদিত্য সারাওগির। মেধা তালিকায় ৩৯ তম স্থানে রয়েছেন তিনি। ২৬৭ তম স্থানে নাম রয়েছেন শৌনক মজুমদারের। ২৭৯ তম স্থানে রয়েছেন অর্চিষ্মান মজুমদার।
English summary
CBSE declares NEET Result 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X