আগামীকাল অনলাইনে প্রকাশিত হবে সিবিএসই দশম শ্রেণীর ফল
আগামীকার অর্থাৎ বুধবার মাধ্যমিকের ফলাফলের সঙ্গেই প্রকাশিত হবে সিবিএসইর দশম শ্রেণীর ফল। সিবিএসইর দশম শ্রেণীর ফল প্রকাশের কথা ঘোষণা করেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী।

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিশাঙ্ক পোখরিয়াল মঙ্গলবার ঘোষণা করেন যে ২০২০ সালের সিবিএসই দশম শ্রেণীর ফল প্রকাশিত হবে ১৫ জুলাই, বুধবার। তবে তা কখন কোন সময়ে প্রকাশিত হবে তা জানানো হয়নি। অনলাইনেই ফল জানতে পারবেন পড়ুয়ারা। মন্ত্রী টুইটারে পড়ুয়াদের উদ্দেশ্যে শুভ কামনা জানিয়েছেন।
২৫ জুন সুপ্রিম কোর্টের শুনানিতে সিবিএসই সিদ্ধান্ত নিয়েছিল যে দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল একই দিনে অর্থাৎ ১৫ জুলাই প্রকাশ করা হোক। কিন্তু ১৩ জুলাই সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ করে দেওয়া হয়। সোমবার সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের পর দেখা দেয় অবিশ্বাস্যভাবে পাসের হার ৮৮.৭৮ শতাংশ। ত্রিবন্দ্রম, বেঙ্গালুরু ও চেন্নাই এই তিন রাজ্যের পড়ুয়ারা দারুণ ফল করেছে অন্যদিকে দিল্লি জোনও ৯৪.৩৯% ফল চোখে পড়েছে।

বুধবার বেরোতে চলেছে মাধ্যমিকের ফল! অডিও বার্তা মুখ্যমন্ত্রীর