For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে চলেছে সিবিএসইর দ্বাদশ শ্রেণির ফলাফল, মূল্যায়নের প্রক্রিয়ার প্রস্তাব একনজরে

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে এবার সিবিএসইর(CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষা আয়োজিত হচ্ছে না। সেকথা আগেই বোর্ড জানিয়েছে। এদিন তারা জানিয়ে দিল যে আগামী ৩১ জুলাই প্রকাশিত হতে চলেছে এই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল। সঙ্গে জানানো হয়েছে যে কীভাবে পড়ুয়াদের পরীক্ষার মূল্যায়ণ প্রক্রিয়া হবে। তার প্রস্তাব এদিন পেশ করা হয়।

সুপ্রিম কোর্টকে কী জানিয়েছে বোর্ড?

সুপ্রিম কোর্টকে কী জানিয়েছে বোর্ড?

এদিন সিবিএসইর তরফে সুপ্রিম কোর্টকে বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পড়ুয়াদের মূল্যায়ণের প্রক্রিয়া নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা জানায় বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে এই ফলাফল।

মূল্যায়ন কীভাবে হবে?

মূল্যায়ন কীভাবে হবে?

বোর্ড সুপ্রিম কোর্টকে এদিন জানিয়েছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৪০ শতাংশ নম্বর দ্বাদশ শ্রেনির প্রি বোর্ড পরীক্ষা থেকে ধরে নেওয়া হবে। একাদশ শ্রেণি থেকে ৩০ শতাংস নম্বর ধরা হবে। সর্বমোট নম্বর দ্বাদশ শ্রেণি অনুযায়ী স্কুলটির আগের পারফরম্যান্সের ওপরেও নির্ভর থাকবে। এর ভিত্তিতেই মূল্যায়ন প্রক্রিয়া চলবে।

 দশম ,একাদশ শ্রেণির নম্বরও বিচার্য!

দশম ,একাদশ শ্রেণির নম্বরও বিচার্য!

বোর্ড জানিয়েছে একজন ছাত্রের দ্বাদশ শ্রেণির নম্বর মূল্যায়নে দশম শ্রেণির নম্বরও বিবেচনা করা হবে। আর সেই ক্ষেত্রে নম্বরের ৩০ শতাংশ আসবে একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার থেকে, আর বাকি ৩০ শতাংশ আসবে দশম শ্রেণির পরীক্ষার নম্বর ধরে। তার সঙ্গে দ্বাদশের প্রি-বোর্ড পরীক্ষার নম্বর ধরা হবে।

'এসেনশিয়াল রিপিট ' কী?

'এসেনশিয়াল রিপিট ' কী?

বোর্ডের প্রস্তাব, যে পড়ুয়া তার গত ৩ বছরের পড়াশোনার ফলাফল অনুযায়ী নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূর্ম করতে পারবে না, তাকে
'এসেনশিয়াল রিপিট' পরীক্ষায় বসতে হবে। মূলত এই এসেন্শিয়াল রিপিট হল একটি 'কম্পার্টমেন্ট' ক্যাটেগরি।

English summary
CBSE Class 12 Evaluation process Criteria latest update in Bengali, Result to be in 31 July
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X