For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাংবাদিক হত্যার ঘটনায় সিবিআই তদন্ত! সরকারি বিজ্ঞপ্তি জারি

ত্রিপুরায় দুই সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিকের হত্যার ঘটনার তদন্ত করবে সিবিআই। সরকারের এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরায় দুই সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিকের হত্যার ঘটনার তদন্ত করবে সিবিআই। সরকারের এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। ইতিমধ্যেই সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। গতবছর ত্রিপুরায় এই দুই সাংবাদিকের হত্যার ঘটনা ঘটেছিল।

সাংবাদিক হত্যার ঘটনায় সিবিআই তদন্ত! সরকারি বিজ্ঞপ্তি জারি

গত বছরের ২০ সেপ্টেম্বর উপজাতিদের বিক্ষোভের খবর সংগ্রহে আগরতলা থেকে ২৫ কিমি দূরে মান্দোয়াই-এ গিয়েছিলেন শান্তনু ভৌমিক। সেখানে তাঁকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। অন্যদিকে, ২১ নভেম্বর সুদীপ দত্ত ভৌমিককে আগরতলার ত্রিপুরা স্টেট রাইফেলসের সদর দফতরের কাছেই গুলি করে মারা হয়। সুদীপ স্থানীয় কাগজ ছাড়াও নিউজ ভ্যানগার্ড নামক চ্যানেলে কাজ করতেন।

ত্রিপুরার পূর্বতন সিপিএম নেতৃত্বাধীন সরকার দুটি খুনের ঘটনার তদন্তে সিট গঠন করেছিল। দুটি ঘটনাতেই বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতারও করেছিল। যদিও, সেখানকার নটি সংবাদ মাধ্যমের মিলিত সংগঠন ফোরাম ফর প্রোটেকশন অফ জার্নালিস্ট, ত্রিপুরা-র তরফে সেই সময় থেকেই সিট-এর প্রতি অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল।

শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব সাংবাদিক খুনের ঘটনায় সিবিআই তদন্তের কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ঘটনার প্রচেষ্টা, অভিযান, ষড়যন্ত্র সম্পর্কে তদন্ত করবে সিবিআই।

বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারেও ক্ষমতায় এলে দুটি ঘটনার সিবিআই তদন্তের আশ্বাস দেওয়া হয়েছিল বিজেপির তরফে। ক্ষমতায় আসার পর বিজেপি-আইপিএফটি জোটের প্রথম ক্যাবিনেট বৈঠকেও দুটি ঘটনার সিবিআই তদন্তের জন্য প্রস্তাব নেওয়া হয়েছিল।

English summary
CBI will probe murders of two journalists, Santanu Bhowmik and Sudip Datta Bhowmik
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X