For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারিয়ে যাওয়া বাঘ খুঁজবে সিবিআই?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২৪ অগাস্ট : ভারতের সবথেকে বড় তদন্তকারী সংস্থা সিবিআই। বহু জটিল তদন্তের সমাধান হয়েছে তাদের হাত ধরে। তাই এবার হারিয়ে যাওয়া বাঘও খুঁজবে সিবিআই! অবাক লাগলেও প্রধানমন্ত্রীর কাছে এমনটাই আর্জি জানাতে চলেছেন মহারাষ্ট্রের বনমন্ত্রী। [মাচালির মৃত্যুতে শোকে ভাসল সোস্যাল মিডিয়া]

নাগপুরের অভয়ারণ্য থেকে ৪ মাস আগে হারিয়ে যাওয়া বাঘ কে খুঁজে পেতে বনদফতর মরিয়া হয়ে তল্লাশি চালাচ্ছে। এই নিখোঁজ বাঘটি 'জয়' নামেই পরিচিত ছিল সাধারণের কাছে। এখনও পর্যন্ত 'জয়' কে খুঁজে না পাওয়ায় চিন্তা বেড়েছে বনদফতরের। কেউ জানেনা জয় আদৌ বেঁচে আছে কিনা। সরকারের পক্ষ থেকেও সব রকম চেষ্টা করেও কোন লাভ হয়নি তাই শেষ পর্যন্ত সিবিআই এর দারস্থ হওয়ার কথা ভাবা হচ্ছে। [খুনের দায়ে 'মানুষখেকো বাঘ', বন্দি করার নির্দেশ সুপ্রিম কোর্টের]

হারিয়ে যাওয়া বাঘ খুঁজবে সিবিআই?

বনমন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার সাংবাদিকদের জানান, নাগপুরের অভয়ারণ্য থেকে হারিয়ে যাওয়া বাঘকে খোঁজার জন্য সিবিআই এর সাহায্য চেয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। তাঁর এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। এছাড়া হারিয়ে যাওয়া জয়কে খুঁজে দিলে পারলে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণাও করা হয়েছে। [৪ কিলোমিটার ধরে বাঘের তাড়া খেলেন 'বিগ বি'!]

উল্লেখ্য সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০১০ সালে মহারাষ্ট্রে বাঘের সংখ্যা ছিল ১৬৯। ২০১৫ সালে তা বেড়ে হয়েছে ১৯০। কিন্তু বিগত ৪ মাস ধরে জয়কে খুঁজে না পাওয়ায় সরকারের উপর চাপ বাড়ছে। অন্যদিকে জয়ের ভক্তরাও চাইছেন অক্ষত অবস্থায় 'জয়' ফিরে আসুক। তার জন্য যদি সিবিআই এর সাহায্যের প্রয়োজন হয় তাও নেওয়া হোক সরকারের পক্ষ থেকে। [বাঘ পোষার অনুমতি চেয়ে চিঠি মধ্যপ্রদেশের মন্ত্রীর]

English summary
CBI will Hunt mssing tiger jai?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X