For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদী-অমিত শাহকে গ্রেফতার করতে চেয়েছিল সিবিআই! ফাঁস করলেন প্রাক্তন পুলিশ কর্তা

গুজরাতের প্রাক্তন ডিআইজি পুলিশ ডিজি ভানজারা ফাঁস করলেন পুরনো চাঞ্চল্যকর তথ্য।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতের প্রাক্তন ডিআইজি পুলিশ ডিজি ভানজারা ফাঁস করলেন পুরনো চাঞ্চল্যকর তথ্য। তখনও প্রধানমন্ত্রী হননি নরেন্দ্র মোদী, আর বিজেপির সর্বভারতীয় সভাপতি হননি অমিত শাহ। ২০০৪ সাল নাগাদ মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী ও অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। সেইসময় ইশরত জাহান ভুয়ো এনকাউন্টার মামলায় তাঁদের গ্রেফতার করতে চেয়েছিল সিবিআই। এমনটাই দাবি করেছেন ভানজারা।

নরেন্দ্র মোদী-অমিত শাহকে গ্রেফতার করতে চেয়েছিল সিবিআই! ফাঁস করলেন প্রাক্তন পুলিশ কর্তা

তবে শেষ অবধি তা হয়নি। ভানজারা এই মামলায় অন্যতম অভিযুক্ত। তবে এখন জামিনে ছাড়া পেয়ে রয়েছেন। এর আগেও তিনি দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীকে গোপনে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল।

নরেন্দ্র মোদীকে তো বটেই, ২০১৪ সালে প্রমাণের অভাবে অমিত শাহকেও সিবিআই বেকসুর খালাস করে।

[আরও পড়ুন: ২০১৯-এ মোদীকে আটকাতে চক্রান্ত চলছে বিশ্বব্যপী! বিরোধীদের পিছনে রয়েছে চিন-পাকিস্তান][আরও পড়ুন: ২০১৯-এ মোদীকে আটকাতে চক্রান্ত চলছে বিশ্বব্যপী! বিরোধীদের পিছনে রয়েছে চিন-পাকিস্তান]

২০০৪ সালের জুন মাসে ইশরত জাহান ও তাঁর বন্ধুরা তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের চক্রান্ত করেছে বলে দাবি করে ভুয়ো এনকাউন্টারে তাদের মেরে ফেলা হয়। পরে সিবিআই তদন্তে এনকাউন্টারকে ভুয়ো বলে রিপোর্ট করা হয়।

এদিন ভানজারার আইনজীবী মুক্তির আবেদন জানালে তার সিবিআই বিরোধিতা করেছে। ফের ১৫ জুন এই মামলার শুনানি হবে।

English summary
CBI wanted to arrest Narendra Modi, Amit Shah in Ishrat Jahan case, claims Ex DIG Vanzara
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X