For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ড, কাঁথি থানার আইসিকে তলব সিবিআইয়ের

কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ড, কাঁথি থানার আইসিকে তলব সিবিআইয়ের

Google Oneindia Bengali News

কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে এবার কাঁথি থানার আইসিকে তলব করল সিবিআই। সোমবার সকাল ১০টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে আইসি অমলেন্দু বিশ্বাসকে। রাম পণ্ডাকে নিয়েই তাঁকে তলব করা হয়েছে কিনা তা তিনি স্পষ্ট করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এই মামলায় শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডেই তাঁকে জেরা করতে ডাকা হয়েছে নিজাম প্যালেসে।

 কাঁথি থানার আইসিকে তলব সিবিআইয়ের

কাঁথি পুরসভায় টেন্ডার দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে শুভেন্দু অধিকারীর। কিন্তু এই মামলায় তাঁকে রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি কাণ্ডে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ নির্দেশিকায় এমনই জানিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। তার মাঝেই হঠাৎ করে কাঁথি থানার আইসে তলব করার ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী সোমবার সকাল ১০টা তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।

কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন এই কাণ্ডে গ্রেফতার রাম পণ্ডা। শুক্রবার জেল থেকে ছাড়া পেয়েই বিস্ফোরক অভিযোগ করেছিলেন। রাম পণ্ডা দাবি করেছিলেন তাঁকে ভয় দেখানো হয়েছিল। এবং তাতে জড়িত ছিল পুলিশ। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, 'কাঁথি থানা থেকে ৩০ তারিখ আমাকে সকাল ৯টার সময় বলা হল তমলুক কোর্টে নিয়ে যাওয়া হবে। কিন্তু, নন্দকুমার পেরিয়ে আমাকে একটা চুন কারখানার কাছে নিয়ে যাওয়া হয়। তারপর আমাকে একটা ফাঁকা ঘরে নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফ থেকে বলা হয় নবান্ন থেকে বড় বড় অফিসাররা আসছেন ঠিকঠাক করে উত্তর দেবেন। এরপর দেখি তিন জন অফিসার ঢুকলেন। ঘরে ঢুকেই রিভলভার বের করলেন। গলা উঁচিয়ে বললেন, শুভেন্দু অধিকারীর টাকা কোথায় বল। না বললে ৮৭টা কেস দেব। রাজ্যের সমস্ত জেলে ঘুরিয়ে আনব। আর যদি বলতে না চাস তাহলে আমরা বয়ান লিখব। সই করবি। সেটা মিথ্যা হোক, সত্যি হোক।'

রাম পণ্ডার অভিযোগের প্রেক্ষিতেই কাঁথি থানার আইসিকে তলব করা হয়েছে কিনা তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই নিয়ে সিবিআইয়ের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে শুভেন্দু অধিকারী ছাড়াও নাম জড়িয়েছে অধিকারী পরিবারের একাধিক সদস্যের। কাথি থানার আইসিকে তলব করা নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে।

English summary
CBI issued notice to Kantai Police station IC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X