For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই যেন কার্তিকে হেনস্থা না করে, এয়ারটেল-ম্যাক্সিস মামলায় হুঁশিয়ারি চিদাম্বরমের

এয়ারসেল-ম্যাক্সিস মামলায় সিবিআই তাঁর ছেলে কার্তি চিদাম্বরমকে জেরা করতে চাইলে করতে পারে। তবে জেরার নামে হেনস্থা যেন না করে। এই বলে সিবিআইকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম।

  • |
Google Oneindia Bengali News

এয়ারসেল-ম্যাক্সিস মামলায় সিবিআই তাঁর ছেলে কার্তি চিদাম্বরমকে জেরা করতে চাইলে করতে পারে। তবে জেরার নামে হেনস্থা যেন না করে। এই বলে সিবিআইকে ভুল তথ্য ছড়ানোর দায়ে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম।

সিবিআই যেন কার্তিকে হেনস্থা না করে, হুঁশিয়ারি চিদাম্বরমের

২০০৬ সালের এয়ারসেল ম্যাক্সিস চুক্তি মামলায় সিবিআই কার্তি চিদাম্বরমকে জেরার জন্য বেশ কয়েকবার ডেকেছে। বিদেশি বিনিয়োগের ছাড়পত্র সংক্রান্ত ঘটনায় জেরা করা হয়েছে। সেইসময়ে কেন্দ্রে ছিল ইউপিএ সরকার। এবং অর্থমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম।

কার্তি সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে জেরার জন্য হাজিরা দেননি। পাল্টা দাবি করেন, বিশেষ আদালত তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করেছে। যদিও সিবিআই সেই দাবির বিরুদ্ধে মত দিয়ে জানিয়েছে, তদন্ত এখনও চলছে।

এই প্রসঙ্গে চিদাম্বরম জানিয়েছেন, এফআইপিবি বা ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের সবুজ সঙ্কেত পেয়ে আমি তা মঞ্জুর করেছি। ফলে কার্তিকে হয়রানি না করে সিবিআই আমাকে জেরা করুক।

সিবিআই জানিয়েছে, ম্যাক্সিস বিতর্কে বিশেষ আদালতে চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, মোট ৫১২৭ কোটি টাকার বিনিয়োগের ছাড়পত্র চাওয়া হয়েছিল। সেইসময়ে অর্থনীতি বিষয়ক কেন্দ্রীয় কমিটি তা মঞ্জুর করে। এর আগে ২০১৪ সালে এই মামলায় পি চিদাম্বরমকেও জেরা করেছে সিবিআই।

English summary
CBI should question me, not harass my son, urges P Chidambaram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X