For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা: সিবিআইয়ের বিরুদ্ধে নালিশ জানাতে আদালতে যাচ্ছে তৃণমূল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৫ জানুয়ারি: সারদা মামলার তদন্তে সরাসরি নজরদারি চালাক সুপ্রিম কোর্ট। কারণ সিবিআই 'রাজনীতিক উদ্দেশ্য' নিয়ে তদন্ত করছে। এই মর্মে শেষ পর্যন্ত শীর্ষ আদালতে আবেদন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় এ কারণে দিল্লিতে ঘাঁটি গেড়েছেন। চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হবে।

মদন মিত্রের গ্রেফতারির পর বেজায় চিন্তিত হয়ে পড়েছেন মুকুলবাবু। কারণ ৩০ নভেম্বর ধর্মতলার জনসভায় বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং বলেছিলেন, "২০১৪-তে ভাগ মদন ভাগ, ২০১৫-তে ভাগ মুকুল ভাগ এবং ২০১৬-তে ভাগ মমতা ভাগ।" প্রসঙ্গত, এর কিছুদিন পরই ১২ ডিসেম্বর গ্রেফতার হন মদন মিত্র। তাই তৃণমূলের দাবি, তাদের শীর্ষনেতাদের বেছে বেছে নিশানা করছে সিবিআই আর তা করছে বিজেপির নির্দেশে।

ককক

সুপ্রিম কোর্টে যে বিষয়গুলি তুলতে চলেছে তৃণমূল কংগ্রেস, তা হল: প্রথমত, সারদা মামলার নজরদারি হচ্ছে শীর্ষ আদালতের নির্দেশে। এ বার তার নজরদারিও করুন বিচারপতিরা। দ্বিতীয়ত, সিবিআই কোনও প্রভাবশালীর বিরুদ্ধে প্রমাণ পেলে তা জমা দিক শীর্ষ আদালতে। কোর্ট নির্দেশ দিলে তবেই গ্রেফতার করুক সিবিআই। তৃতীয়ত, সারদা মামলার তদন্তে যে গোপন তথ্য উঠে আসছে, তা কীভাবে মিডিয়ার হাতে পৌঁছচ্ছে, সেটা দেখুক আদালত। চতুর্থত, কয়েকটি সংবাদমাধ্যম আগেভাগেই মদন মিত্র, মুকুল রায়ের মতো 'গণ্যমান্য' নেতাদের দোষী বানিয়ে দিচ্ছে। এটা আদালতের অবমাননা। তাই মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ আরোপ করুক আদালত।

ইতিমধ্যে কপিল সিবাল, রাম জেঠমালানির মতো আইনজীবীদের সঙ্গে আলোচনা সেরে রেখেছেন মুকুল রায়। খসড়া তৈরি হয়ে গেলেই সুপ্রিম কোর্টে মামলা রুজু করবেন তাঁরা।

English summary
CBI should investigate Saradha case under SC scanner, TMC to move court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X