For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬ মার্চ পর্যন্ত কার্তি চিদাম্বরমকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ আদালতের

আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কার্তী চিদাম্বরকে ১৪ দিনের জেল হেফাজতে চেয়েছে সিবিআই। আজ ধৃত কার্তীকে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তোলা হয়।

  • |
Google Oneindia Bengali News

দুর্নীতি মামলায় অভিযুক্ত কার্তি চিদাম্বরমকে ৬ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কার্তী চিদাম্বরকে ১৪ দিনের জেল হেফাজতে চেয়েছে সিবিআই। আজ ধৃত কার্তীকে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তোলা হয়। মামলার শুনানির প্রথম থেকেই কার্তিকে নিজেদের হেফাজতে চায় সিবিাই। সিবিআই-এর পক্ষে এদিন আদালতে ছিলেন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল তুষার মেহতা।

৬ মার্চ পর্যন্ত কার্তী চিদাম্বরমকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ আদালতের

জানা গিয়েছে, মা ও বাবার সঙ্গে সাক্ষাতের অনুমতি কার্তিকে দেওয়া হয়েছে আদালতের তরফে। এছাড়াও আরও বেশ কিছু অনুমতি পেয়েছেন কার্তী।

এদিকে, কার্তির দাবি তাঁকে জোর করে ফাঁসানো হয়েছে।

আদালতকে সিবিআই জানায় যে বুধবার গ্রেফতারির পর , জিজ্ঞাসাবাদের উপযুক্ত সময় পাওয়া যায়নি। তাই তাঁরা কার্তীকে হেফাজতে চাইছে। উল্লেখ্য, বুধবার কার্তীর গ্রেফতারির পর ,তাঁকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয় তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর। যদিও সকাল থেকেই এদিন কার্তী সুস্থ বলে দাবি করা হয় সিবিাইয়ের তরফে। এদিকে, সিবিআইর তরফে দাবি করা হয়, তাদের কাছে কার্তীর ঘুষ নেওয়ার বিষয়ে প্রমাণ রয়েছে। প্রসঙ্গত,আইএনএক্স মিডিয়ার থেকে অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক কনসারটেন্সির হয়ে ঘুষ নেওয়ার অভিয়োগ কার্তীর বিরুদ্ধে।

এদিকে, কার্তীর তরফের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেন, যে সংস্থার বিরুদ্ধে মূল অভিযোগ তার সঙ্গে সংযুক্ত নন কার্তী। এদিন সিবিাইয়ের দেখানো ইনভয়েসগুলি নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক মনু সিংভি। এবিষয়ে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বয়ানের সত্য়তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক মনু সিংভি। এছাড়াও তাঁর দাবি গোটা ঘটনা সিবিআইয়ের উদ্দেশ্য প্রণোদিত।
অন্যদিকে, কংগ্রেসের তরফে বিজেপি সরকারকে আক্রমণ করেন রনদীপ সুরজেওয়ালা। তিনি পিএনবি কাণ্ড নিয়ে সরকারের নিস্তব্ধতাকে নিয়ে প্রশ্ন তোলেন।

এদিন কার্তীর বিরুদ্ধে মামলা চলাকালীন উপস্থিত ছিলেন তাঁর বাবা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম আদালতে প্রবেশের সময়ে তাঁকে মিডিয়ার প্রতিনিধিকরা প্রশ্ন করতেস থাকলেও, তিনি কোনও উত্তর দেননি।

English summary
CBI seeks 14 days Custody for karti chidambaram on inx media case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X