For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধিকারিকের আত্মহত্যার কারণ নিয়ে বিস্ফোরক দিল্লির উপমুখ্যমন্ত্রী! মণীশ সিসোদিয়ার দাবি ওড়াল সিবিআই

আধিকারিকের আত্মহত্যার পিছনে মানসিক চাপ! মণীশ সিসোদিয়ার দাবি ওড়াল সিবিআই

  • |
Google Oneindia Bengali News

এক সিবিআই (CBI) আধিকারিকের আত্মহত্যা। যা নিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) বলেছিলেন, তাঁকে (সিসোদিয়া) মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। সেই কারণে এই আত্মহত্যা (Suicide) । যদিও এই অভিযোগ উড়িয়ে সিবিআই-এর তরফে জানানো হয়েছে, মণীশ সিসোদিয়ার বিবৃতি বিভ্রান্তিমূলক।

সিবিআই আধিকারিকের আত্মহত্যা, মানসিক চাপের অভিযোগ

সিবিআই আধিকারিকের আত্মহত্যা, মানসিক চাপের অভিযোগ

গত সপ্তাহের দক্ষিণ দিল্লির বাসভবনে আত্মহত্যা করেন জিতেন্দ্র কুমার নামে সিবিআইয়ের এক আইনি উপদেষ্টা।
এদিন এক সাংবাদিক সম্মেলন করে দিল্লির উপমুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ওই সিবিআই অফিসারকে তাঁকে (সিসোদিয়া) মিথ্যা মামলায় ফাঁসাতে চাপ দেওয়া হয়েছিল। তিনি মানসিক চাপ নিতে না পেরে আত্মহত্যা করেছেন।

পাল্টা প্রতিক্রিয়া সিবিআই-এর

পাল্টা প্রতিক্রিয়া সিবিআই-এর

মণীশ সিসোটদিয়ার এই বিবৃতির কয়েকঘন্টার মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর তরফে বিবৃতি দিয়ে মণীশ সিসোদিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়। সেখানে বলা হয়, প্রয়াত জিতেন্দ্র কুমার মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে আফগারি মামলার সঙ্গে কোনওভাবেই যুক্ত ছিলেন না। সিবিআই-এর তরফে বলা হয়েছে, জিতেন্দ্র কুমার ডেপুটি লিগাল অ্যাডভাইসর ইনচার্জ অফ প্রসিকিউশন ছিলেন। তিনি যেসব মামলার তত্ত্বাবধানে ছিলেন, সেইসব মামলায় ইতিমধ্যেই চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে। এছাড়াও জিতেন্দ্র কুমারের সুইসাইড নোটে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি।
সিবিআই-এর তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, দিল্লির আফগারি নীতি সংক্রান্ত মামলায় এখনও তদন্ত চলছে। সেই কারণে অভিযুক্তদের কাউকেই চার্জশিট দেওয়া হয়নি।

তদন্তের মনোযোগ সরানোর চেষ্টা

তদন্তের মনোযোগ সরানোর চেষ্টা

সিবিআই-এর তরফে বলা হয়েছে মণীশ সিসোদিয়ার মন্তব্য বিভ্রান্তিকর। ওই বিবৃতি দিল্লির আফগারি নীতি নিয়ে যে তদন্ত চলছে, তার থেকে মনোযোগ সরানোর চেষ্টা। এছাড়াও এই বিবৃতি জিতেন্দ্র কুমারের মৃত্যু তদন্তে হস্তক্ষেপেরও সামিল।

সিবিআই-এর জবাবে টুইট

সিবিআই-এর বক্তব্যের জবাব দিতে গিয়ে টুইট করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আত্মহত্যাকারী জিতেন্দ্র কুমার তদন্তকারী অফিসার ছিলেন না। তাঁর (সিসোদিয়া) মামলার আইনি পরামর্শদাতা ছিলেন। কিন্তু তাঁকে (সিসোদিয়া) জড়িয়ে মিথ্যা গল্প তৈরি করতে ওই আধিকারিককে চাপ দেওয়া হয়েছিল, সেই চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

 প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন সিসোদিয়া

প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন সিসোদিয়া

গত নভেম্বরে দিল্লিতে নতুন আফগারি নীতি চালু করা হয়। কিন্তু তা কার্যকর করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে এফআইআর দায়েরের পরে তদন্ত শুরু করে সিবিআই। এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিসোদিয়ার দিল্লির বাড়িতে অভিযান চালায়।
এদিন সিসোদিয়া প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, মোদী শুধুমাত্র অবিজেপি রাজ্যগুলির বিধায়কদের নিশানা করে পরিস্থিতি অস্থির করে তুলতে চাইছেন।
সিসোদিয়া প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করে বলেছেন, তিনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চান, কেন অফিসারদের চাপ দেওয়া হচ্ছে, যে তাঁরা চরম পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। তিনি বলেছেন, চাইলে তাঁকে (সিসোদিয়া) গ্রেফতার করা হোক। তার জন্য অফিসারদের পরিবারকে ধ্বংস করবেন না। তিনি মোদীর উদ্দেশের আরও এক প্রশ্ন করে বলেছেন, অপারেশন লোটাসই কি কেন্দ্রের একমাত্র কাজ?

সিপিএমের আমলে কাগজ ছিল না! নিয়োগ দুর্নীতিতে কাঁটা দিয়ে কাঁটা তোলার বার্তা মমতারসিপিএমের আমলে কাগজ ছিল না! নিয়োগ দুর্নীতিতে কাঁটা দিয়ে কাঁটা তোলার বার্তা মমতার

English summary
CBI rejects AAP leader and Delhi deputy CM Manish Sisodia's claim of officer's suicide
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X