For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দুর্নীতি ইস্যুতে জয়ন্তী নটরাজনের বাড়িতে সিবিআই হানা

জয়ন্তী নটরাজনের বিরুদ্ধে অবৈধভাবে 'ক্লিয়ারেন্স' দেওয়া সংক্রান্ত অভিযোগে তদন্তে নেমেছে সিবিআই।

  • |
Google Oneindia Bengali News

২০১২ সালে , তৎকালীন পরিবেশ বিষয়ক মন্ত্রী থাকাকালীন কংগ্রেস নেত্রী জয়ন্তী নটরাজন, খণি ও পরিবেশ সংক্রান্ত আইনকে লঙ্ঘন করে এক সংস্থাকে খণিজর কাজের ক্ষেত্রে 'ক্লিয়ারেন্স' দিয়েছিলেন বলে অভিযোগ ছিল। সেই বিতর্কের জেরে কংগ্রেসের ভাবমূর্তির ভরাডুবির পাশাপাশি দলের মধ্যেও একঘরে হয়ে যান জয়ন্তী। এবার সেই জয়ন্তী নটরাজনের বিরুদ্ধেই অবৈধভাবে 'ক্লিয়ারেন্স' দেওয়া সংক্রান্ত অভিযোগে তদন্তে নেমেছে সিবিআই।

কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দুর্নীতি ইস্যুতে জয়ন্তী নটরাজনের বাড়িতে সিবিআই হানা

অভিযোগের ভিত্তিতে শনিবার জয়ন্তী নটরাজনের চেন্নাইয়ের বাসভবনে তল্লাশি চালায় সিবিআই। সিবিআই-এর তরফ অভিযোগ , ঝাড়খণ্ডের একটি সংস্থার সঙ্গে ষড়যন্ত্র করে নিজের মন্ত্রী পদের ফায়দা তুলে , পরিবেশ সংক্রান্ত আইনকে লঙ্ঘন করেন জয়ন্তী। ঝড়খণ্ডের যে জায়গাটিকে খণিজ কাজের জন্য ছাড় দেন তৎকালীন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী জয়ন্তী নজরাজন, সেই এলাকা হাতি অভয়ারণ্যের জন্য সংরক্ষিত ছিল। ফলে অভয়ারণ্যের জন্য সংরক্ষিত এলাকাকে কিবাবে খণিজ উত্তোলনের কাজের ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলছে সিবিআই।

এদিকে, ২০১২ সালের এই ঘটনার প্রেক্ষিতে, ২০১৪ সালে সনিয়া গান্ধিকে চিঠি লেখেন জয়ন্তী। তিনি জানানা সনিয়া পুত্র তথা কংগ্রেসের সাদারণ সম্পাদক রাহুল গান্ধির কিছু 'নির্দিষ্ট অনুরোধ'-এর জেরেই তিনি এই 'ক্লিয়ারেন্স ' দিতে বাধ্য হন। এদিকে, বিতর্ক থেকে গা ঝা়ডা দিতে সেই সময়ে বিজেপিকেও কাঠগড়ায় দাঁড়ি করিয়েছিল কংগ্রেস। সবমিলিয়ে, বিজেপি সরকারের জমানায় সিবিআই নতুন করে এই মামলা তুলে ধরায় কংগ্রেস বিপাকে পড়তে পারে বলে মনে করছেন অনেকে।

English summary
More than three years after BJP made "Jayanthi tax" a poll issue, the Central Bureau of Investigation (CBI) has filed a corruption case against former Union environment minister Jayanthi Natarajan+ for alleged irregularities in granting and stalling green clearances during her tenure in UPA-II.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X