For Quick Alerts
For Daily Alerts
ব্যাঙ্ক প্রতারণায় সক্রিয় সিবিআই! সারা দেশে একসঙ্গে ৫০ টি জায়গায় চলল তল্লাশি অভিযান
মঙ্গলবার সকাল থেকে সারা দেশের ১২ রাজ্যের, ১৮ টি শহরের ৫০টি জায়গায় তল্লাশি অভিযান চলল সিবিআই-এর। ব্যাঙ্কের প্রতারণার ঘটনায় এদিন সিবিআই বিশেষ অভিযান চালায় বলে জানা গিয়েছে।

এদিন সকাল থেকে দেশের ১৮ টি আলাদা আলাদা শহরের সবমিলিয়ে ৫০ টি জায়গায় অভিযান চলে। ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া বিভিন্ন কম্পানির প্রোমোটর এবং ডিরেক্টরদের বিরুদ্ধে এই অভিযান চলে বলে জানা গিয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ব্যাঙ্ক প্রতারণার বিভিন্ন অভিযোগে এদিন সকাল থেকে অভিযান চলে সারা দেশে। ১২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১৮ টি শহরের ৫০ টি জায়গায় হানা দেন সিবিআই আধিকারিকরা। তিনি আরও জানিয়েছেন, সব মিলিয়ে ১৪ টি মামলা দায়ের করা হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন তিনি।