For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টার্গেট গেহলট! এবার রাজস্থানের মুখ্যমন্ত্রীর ভাইয়ের বাড়িতে সিবিআই হানা

টার্গেট গেহলট! এবার রাজস্থানের মুখ্যমন্ত্রীর ভাইয়ের বাড়িতে সিবিআই হানা

Google Oneindia Bengali News

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ভাইয়ের বাড়িতে সিবিআই হানা। রাজস্থানের যোধপুরে অশোক গেহলটের ভাই অগ্রসেন গেহলটের বাড়িতে শুক্রবার সকালে হঠাৎ হানা দেয় সিবিআই আধিকারীকরা। সার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাঁর। এর আগে ২০২০ সালে অগ্রসেন গেহলটের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই।

অশোর গেহলটের ভাইয়ের বাড়িতে সিবিআই

অশোর গেহলটের ভাইয়ের বাড়িতে সিবিআই

দাদা মুখ্যমন্ত্রী হলেও তাঁর ভাই অগ্রসেন গেহলট কিন্তু পুরো দস্তুর ব্যবসায়ী। সারের কারবার করেন তিনি। এই সার কেলেঙ্কারিতেই এবার নাম জড়িয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রীর ভাই অগ্রসেন গেহলটের। শুক্রবার সকালে তাঁর যোধপুরের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারীকরা। এর আগে ২০২০ সালে একবার তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সেসময় ক্ষমতায় ছিল বিজেপি। কেন্দ্রীয় এজেন্সির একের পর এক বিরোধী দলেন নেতাদের বাড়িতে রেড করার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে।

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ভাইয়ের বাড়িতে আচমকা সিবিআই হানার ঘটনায় রাজনৈতিক চাপান উতোর শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস অভিযোগ করেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিজেপি এই কাজ করাচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিরোধীদের মুখ বন্ধ করতেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে তদন্তকারী সংস্থাকে। ইডি-সিবিআই ব্যবহার করে বিরোধী দলের নেতাদের উপর চাপ তৈরি করতে চাইছে। প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ইডির জেরার প্রতিবাদে সরব হয়েছিলেন অশোক গেহলট। তিনি অভিযোগ করেছিলেন মোদী ক্ষমতার অপব্যবহার করছেন।

কী অভিযোগ রয়েছে

কী অভিযোগ রয়েছে

অশোক গেহলটের ভাই অগ্রসেন গেহলটের বিরুদ্ধে সার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে অগ্রসেন গেহলট বিদেশে বিপুল পরিমান পটাস সার রপ্তানি করেছিলেন। সেই সার রপ্তানি করা হয়েছিল সেই মূল্যে যে দামে সরকার ভর্তুকি দিয়ে চাষিদের বিক্রি করে থাকে। সেসময় কেন্দ্রে ক্ষমতায় ছিল ইউপিএ সরকার। অর্থাৎ কংগ্রেস ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে কম টাকায় সার কিনে বেশি টাকায় বিদেশের বাজারে রপ্তানি করেছিলেন তিনি।

নজরে রাজস্থানে বিধানসভা ভোট

নজরে রাজস্থানে বিধানসভা ভোট

সামনেই রাজস্থানে ভোট। কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে মরিয়া বিজেপি। সেকারণে কংগ্রেসকে চাপে রাখতেই একের পর এক নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার করছে বিজেপি সরকার। রাহুল গান্ধীকে তিনদিন টানা জেরা করেছে ইডি। আগামিকাল ফের জেরা করা হবে তাঁকে। এই নিয়ে তুমুল বিক্ষোভ চলছে গোটা দেশে। কংগ্রেসের নেতারা রাজধানী দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হতে হয়েছিল একাধিক নেতাকে। অধীর চৌধুরী, পি চিদাম্বরম, শচিন পাইলটকেও আটক করেছিল দিল্লি পুলিশ।

শুক্রবার নমাজের পর হতে পারে অশান্তি, আশঙ্কায় পুলিশ বাড়ানো হল প্রয়াগরাজেশুক্রবার নমাজের পর হতে পারে অশান্তি, আশঙ্কায় পুলিশ বাড়ানো হল প্রয়াগরাজে

English summary
CBI raid at Rajasthan CM Ashok Gehlot's brother's house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X