For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম রহিমের পর পতজ্ঞলি সাম্রাজ্যের এই কর্তার দিকেই নজর সিবিআই-এর

রাম রহিমের পর সিবিআই-এর পরবর্তী টার্গেট বাবা রামদেব ঘনিষ্ঠ বালাকৃষ্ণ। তাঁর পাসপোর্ট নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। বালাকৃষ্ণের বার্থ সার্টিফিকেট নিয়ে তদন্তে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ হরিদ্বার পুর কর্তাদের

  • |
Google Oneindia Bengali News

রাম রহিমের পর সিবিআই-এর পরবর্তী টার্গেট হতে চলেছেন বাবা রামদেব ঘনিষ্ঠ বালাকৃষ্ণ। তাঁর পাসপোর্ট নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। বালাকৃষ্ণের বার্থ সার্টিফিকেট নিয়ে তদন্তে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে হরিদ্বার পুরনিগমের চিফ হেল্থ অফিসারকে।

রাম রহিমের পর পতজ্ঞলি সাম্রাজ্যের এই কর্তার দিকেই নজর সিবিআই-এর

১৯৯৭ সালে হরিদ্বার পুরনিগম থেকে বার্থ সার্টিফিকেট বের করেন বাবা রামদেব ঘনিষ্ঠ এই ব্যক্তি। জাল তথ্য় দিয়ে এই বার্থ সার্টিফিকেট বের করা হয় বলে অভিযোগ। সত্য উদঘাটনেই তদন্ত করছে সিবিআই। ২০১১ সালের পর এই প্রথমবার সিবিআই হরিদ্বার পুরনিগমে বালাকৃষ্ণের জন্ম নথি সংগ্রহে যায়। যদিও সেই জন্ম নথি সংক্রান্ত পুরো ফাইলটি পাওয়া যায়নি।

রাম রহিমের পর পতজ্ঞলি সাম্রাজ্যের এই কর্তার দিকেই নজর সিবিআই-এর

২০১১ সালে সিবিআই তৎকালীন পুর আধিকারিক এবং ছয় কর্মীকে জিজ্ঞাসাবাদ করে। এর পর থেকে কেসটি নিয়ে আর কোনও সাড়াশব্দ নেই বলে অভিযোগ ওঠে। ছ-বছর পর গত সপ্তাহে সিবিআই-এর দুই আধিকারিক হঠাৎই হরিদ্বার পুর নিগমে হানা দেন। পুর আধিকারিকদের ঘণ্টাখানেকের ওপর জিজ্ঞাসাবাদ করা হয়।

রাম রহিমের পর পতজ্ঞলি সাম্রাজ্যের এই কর্তার দিকেই নজর সিবিআই-এর

তবে বালাকৃষ্ণ নিয়ে সিবিআই-এর তদন্ত প্রক্রিয়ার এই পর্বে প্রমাণসহ বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে।

English summary
After Ram Rahim the CBI's next victim can now be Baba Ramdev's ally Balakrishna. A team of CBI, probing the passport case of Acharya Balakrishna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X