For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীরব মোদী কাণ্ডে বদলি তদন্তকারী অফিসার! মামলার ভবিষ্যত নিয়ে প্রশ্ন

নীরব মোদীর পিএনবি প্রতারণা কাণ্ডে তদন্তকারী সিবিআই-এর যুগ্ম আধিকারিক রাজীব সিংকে ফেরত পাঠানো হয়েছে নিজের রাজ্য ত্রিপুরায়। সিবিআই-এর তরফে এমনটাই জানানো হয়েছে।

Google Oneindia Bengali News

নীরব মোদীর পিএনবি প্রতারণা কাণ্ডে তদন্তকারী সিবিআই-এর যুগ্ম আধিকারিক রাজীব সিংকে ফেরত পাঠানো হয়েছে নিজের রাজ্য ত্রিপুরায়। সিবিআই-এর তরফে এমনটাই জানানো হয়েছে। নীরব মোদী কাণ্ডের তদন্ত ছাড়াও, আইসিআইসিআই, ভিডিওকন গোষ্ঠীর ঋণ-সহ ব্যাঙ্কের বিভিন্ন প্রতারণার তদন্তে ছিলেন রাজীব সিং। এই আধিকারিককে ফেরত পাঠানোর পর নীবর মোদী কাণ্ড-সহ বিভিন্ন জালিয়াতির তদন্ত নিয়েই প্রশ্ন উঠে গেল বলেই মনে করছে বিভিন্ন মহল।

নীরব মোদী কাণ্ডে বদলি তদন্তকারী অফিসার! মামলার ভবিষ্যত নিয়ে প্রশ্ন

শুধু রাজীব সিং-ই নন, সিবিআই-এর যুগ্ম ডিরেক্টর(এসটিএফ) অ্যান্জ স্পেশাল ক্রাইম নীনা সিং, ডিআইজি অনীশ প্রসাদ এবং এসপি আর গোপালা কৃষ্ণ রাওকেও তাদের নিজেদের ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে নীনা সিং ১৯৮৯ ব্যাচের রাজস্থান ক্যাডারের বাকি সবাই ত্রিপুরা ক্যাডারের। রাজীব সিং ১৯৯৩ ব্যাচের, অনীশ প্রসাদ ২০০৩ ব্যাচের, রাও ২০০৫ ব্যাচের আইপিএস অফিসার। ত্রিপুরা ও রাজস্থান সরকারের অনুরোধেই এইসব অফিসারদের নিজেদের রাজ্যে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে সিবিআই-এর তরফে।

বিরোধীদের অভিযোগ তদন্তে তদন্তকারী অফিসারদের সরিয়ে তদন্তকে প্রভাবিত করতে চাইছে কেন্দ্র। কেননা কয়েক মাস ধরে তদন্তের পর মে মাসের শুরুতেই পিএনবি প্রতারণা নিয়ে নীবর মোদী ও মেহুল চোকসহির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিবিআই। এবার তাদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

English summary
CBI Officer Rajiv Singh, Probing Nirav Modi Case, Sent Back To his home cadre Tripura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X