For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছোটা রাজনকে ভারতে ফেরাতে সিবিআই ও মুম্বই পুলিশ চলল ইন্দোনেশিয়া

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১ নভেম্বর : ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের অন্যতম আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে ভারতের ফিরিয়ে আনতে সিবিআই ও মুম্বই পুলিশের একটি বিশেষ দল রওনা দিল ইন্দোনেশিয়া। [সিনেমার টিকিট ব্ল্যাক করা থেকে অপরাধ জগতের বেতাজ বাদশা ছোটা রাজনের কাহিনি]

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিমানে ইন্দোনেশিয়ার বালিতে এসে বিমানবন্দরে গ্রেফতার হন ছোটা রাজন। পরে জানা যায় তিনিই আন্ডারওয়ার্ল্ড ডন তথা মুম্বই হামলার মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিমের একসময়ের সঙ্গী ছোটা রাজন। [উচ্চ শিক্ষিত ইয়াকুব মেমনের অপরাধী হয়ে ওঠার কাহিনি]

ছোটা রাজনকে ভারতে ফেরাতে সিবিআই ও পুলিশ গেল ইন্দোনেশিয়া

ছোটা রাজনকে ভারতে ফেরত আনতে শনিবার রাতেই ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেন সরকারি আধিকারিকেরা। সঙ্গে করে তারা নিয়ে গিয়েছেন রাজন সম্পর্কিত নানা মামলার গুরুত্বপূর্ণ তথ্য।

রাজনকে দেশে ফেরাতে নানা সরকারি প্রোটোকল ও শর্ত পূরণ করার কাজ এখনও বাকি। ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি এখন সাক্ষরিত হয়নি। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুরোধ চিঠি, মামলার কাগজপত্র দেখিয়ে রাজনকে দেশে ফেরানোর অনুরোধ জানানো হবে।

বালিতে পৌঁছে রাজনকে দেশে ফেরানোর আগে একবার জেরা করে নিতে চাইছেন গোয়েন্দারা। এমনকী স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলে নিতে চাইছেন ভারত থেকে যাওয়া পুলিশ ও গোয়েন্দাদের বিশেষ প্রতিনিধি দল।

তবে ইন্দোনেশীয় সরকার রাজনকে ফেরানোর ব্যাপারে কোনও শর্ত আরোপ করে কিনা সেব্যাপারটাই আপাতত দেখার। রাজনকে দেশে ফিরিয়ে মুম্বইয়ের স্পেশাল সিকিউরিটি সেলে রাখা হবে।
প্রসঙ্গত, মুম্বইয়ে রাজনের নামে প্রায় ৭৫টি আলাদা আলাদা মামলা ঝুলে রয়েছে। এমনকী দিল্লিতেও ছোটা রাজনের নামে ৬টি মামলা রয়েছে।

English summary
CBI, Mumbai police team leave for Bali to secure Chotta Rajan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X