চিদাম্বরমের জামিন বাতিল করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই
মঙ্গলবারই সুপ্রিম কোর্ট আএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জামিন মঞ্জুর করেছে। এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই।

তিহার জেলেই এখনও রয়েছেন চিদাম্বরম এবং বর্তমানে তিনি আইএনএক্স মিডিয়া মামলায় ইডির হেফাজতে রয়েছেন। প্রাক্তন অর্থমন্ত্রীর জামিনের রায় পুর্নবিবেচনা করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়েছে, এই মামলার সাক্ষীদের প্রভাবিত করেছেন চিদাম্বরম। সিবিআই তাঁর জামিনের রায় বাতিল করার কথা জানায়। কারণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত এখনও শেষ হয়নি।
সিবিআইয়ের দায়ের করা আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে জামিন পান প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম৷ এই মামলায় দিল্লি হাইকোর্ট তাঁর জামিনের আর্জি খারিজ করে দিলে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ সুপ্রিম কোর্ট কংগ্রেসের বর্ষীয়ান এই নেতার জামিন আর্জি শর্তসাপেক্ষে মঞ্জুর করে। ১ লক্ষ টাকার বন্ড ও ট্রায়াল কোর্টে পাসপোর্ট জমা দিতে হবে৷ আদালতের অনুমতি না নিয়ে দেশের বাইরেও যেতে পারবেন না চিদম্বরম৷
পশ্চিমবঙ্গের তিন আসনে উপনির্বাচন! দিন ঘোষণা করল নির্বাচন কমিশন