For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিলংয়ে কাদের মুখোমুখি বসিয়ে রাজীব কুমারকে জেরা করবেন সিবিআই গোয়েন্দারা

সম্ভবত রবিবারই শিলংয়ে রাজীব কুমারকে জেরা করতে চলেছে সিবিআই। সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের নেতৃত্বে একটি বড় দল তা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। প্রায় পঁচিশ থেকে ত্রিশটি প্রশ্নের উত্তর পেতে রাজীবক

  • |
Google Oneindia Bengali News

সম্ভবত রবিবারই শিলংয়ে রাজীব কুমারকে জেরা করতে চলেছে সিবিআই। সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের নেতৃত্বে একটি বড় দল তা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। প্রায় পঁচিশ থেকে ত্রিশটি প্রশ্নের উত্তর পেতে রাজীবকে জেরা করতে চলেছেন সিবিআই আধিকারিকেরা।

 শিলংয়ে কাদের মুখোমুখি বসিয়ে রাজীব কুমারকে জেরা করবে সিবিআই

সিবিআই আধিকারিকেরা অন্তত দশদিন শিলংয়ে থাকবেন। ফলে তার মধ্য়ে কতদিন রাজীব কুমারকে জেরা করা হবে তা পরেই স্পষ্ট হবে। মনে করা হচ্ছে, জবাবে সন্তুষ্ট না হলে একাধিক দিন জেরা করবে সিবিআই।

সুদীপ্ত সেনের অফিসের পেন ড্রাইভ, হার্ড ড্রাইভের ভিতরের তথ্য় কোথায় গেল তা নিয়ে রাজীব কুমারের কাছে জানতে চাওয়া হবে। মূলত তথ্য়-প্রমাণ লোপাটের অভিযোগই সিবিআই রাজীব কুমারের বিরুদ্ধে করে এসেছে। একটা সূত্র বলছে, কলকাতা পুলিশের কয়েকজন অফিসারকেও মুখোমুখি জেরা করা হতে পারে। এমনকী প্রয়োজন পড়লে সুদীপ্ত সেনের মুখোমুখি বসিয়েও রাজীব কুমারকে জেরা করা হতে পারে।

দিন দুয়েক আগে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরে রাজীব কুমার জানিয়েছিলেন, তিনি শিলংয়ে গিয়ে সিবিআই এর তদন্তে সহযোগিতা করতে পারেন। আদালতেও নিরপেক্ষ স্থানে জেরার কথা জানানো হয়েছিল। সেইমতো শিলংয়ের নাম ঠিক হয়। এখন সেখানেই কলকাতার পুলিশ কমিশনারকে জেরা করে সারদা মামলার গুরুত্বপূর্ণ সূত্র উদ্ধারের চেষ্টা করবে সিবিআই।

English summary
CBI may grill KP CP Rajeev Kumar on Sunday with 30 questions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X