For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ABG শিপইয়ার্ডের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, 'লুক আউট নোটিশ' জারি CBI-এর

ABG শিপইয়ার্ডের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, 'লুক আউট নোটিশ' জারি CBI-এর

  • |
Google Oneindia Bengali News

দেশে আরও একটি বড় অঙ্কের ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ৷ এবার অভিযুক্ত মুম্বইয়ের এবিজি শিপইয়ার্ড সংস্থা। বিশেষজ্ঞদের মতে এই সংস্থাটির নেওয়া লোনের পরিমান ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক ঋণ জালিয়াতির ঘটনা হতে চলেছে৷ সংস্থার উচ্চপদস্থ কর্তাদের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারী করেছে সিবিআই।

ABG শিপইয়ার্ডের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, লুক আউট নোটিশ জারি CBI-এর

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) মঙ্গলবার এবিজি শিপইয়ার্ডের পরিচালক এবং প্রমোটারদের বিরুদ্ধে একটি লুক আউট সার্কুলার (এলওসি) জারি করেছে। জাতীয় সংবাদমাধ্যমের রকাশিত খবর যে সমস্ত সীমান্ত সুরক্ষা সংস্থাগুলিকে অ্যালার্ট করেছে সিবিআই যাতে এবিজি শিপইয়ার্ডের পরিচালক এবং প্রমোটার যেমন, ঋষি কমলেশ আগরওয়াল, সানথানাম মুথাস্বামী, অশ্বনী কুমার, সুশীল কুমার আগরওয়াল, রবি বিমল নেভেটিয়া দেশ ছেড়ে পালাতে না পারে৷ এদের দেশ ছেড়ে পালানোর চেষ্টা দেখলেই গ্রেপ্তার করতে বলা হয়েছে। ইতিমধ্যেই নীরব মোদী, বিজয় মাল্যর মতো দেশের এক সময়ের বড় বিজনেস টাইকুনরা। বড় অঙ্কের ব্যাঙ্ক জালিয়াতি করে দেশ থেকে পালিয়েছেন৷ এবং তাদের শাস্তির জন্য দেশে ফেরাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ভারতকে৷ তাই এবারে আর কোনও রকম রিস্ক নিতে রাজী নয় সিবিআই৷ এবিজি-র কোনো অভিযুক্তকে দেশ থেকে পালাতে না দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে৷ একটি লুকআউট নোটিশে, আন্তর্জাতিক তদন্ত সংস্থা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, সমুদ্র বন্দরগুলির আধিকারিক এবং অন্যান্য দেশের সঙ্গে সীমান্তবর্তী রাস্তাগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীকে অভিযুক্তরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলেই গ্রেপ্তার করতে বলা হয়েছে।

সিবিআইয়ের মুখপাত্র আরসি জোশী বলেছেন, যদিও অভিযুক্তরা এখন ভারতেই রয়েছে। তবে সাবধানতা অবলম্বন করেই তাদের বিরুদ্ধে লুক আউট সার্কুলার (এলওসি) ইতিমধ্যেই জারী করেছে সিবিআই। প্রসঙ্গত এর আগে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও ২০১৯ সালেই এই সংস্থার বিরুদ্ধে ২,৪৩৫ কোটি টাকার জালিয়াতির অভিযোগ এনে লুক আউট সার্কুলার জারী করেছিল৷

ABG শিপইয়ার্ড নামের মুম্বইয়ের এই ফার্মটি ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং বহু দেশের শত শত ব্যক্তিগত জাহাজ নির্মাণ, জাহাজ সরবরাহ, মেরামতির কাজ করেছে। সিবিআই সূত্রের খবর এবিজি গ্রুপের করা ঋণ খেলাপি-টি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতি হতে চলেছে৷ যা কুখ্যাত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারিকেও (১২০০০ কোটির) ছাড়িয়ে গিয়েছে। পিএনবি কেলেঙ্কারিতে, হীরা ব্যবসায়ী নীরব মোদী এবং তার চাচা মেহুল চোকসির বিরুদ্ধে ১২ হাজার কোটি টাকা চুরির অভিযোগ রয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে এবিজি শিপইয়ার্ড মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য দ্রুতই তলব করবে সিবিআই৷

English summary
CBI issued 'look out notice' against ABG Shipyard's promoters and Director
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X