For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিদাম্বরমের বিরুদ্ধে এবার চার্জশিট দেবে সিবিআই! আইএনএক্স মামলায় ফাঁপরে কংগ্রেস

আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট দাখিলের অনুমোদন দিল কেন্দ্র। সিবিআই কেন্দ্র থেকে অনুমোদন পাওয়ার পর চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করবে

  • |
Google Oneindia Bengali News

আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট দাখিলের অনুমোদন দিল কেন্দ্র। সিবিআই কেন্দ্র থেকে অনুমোদন পাওয়ার পর চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে চলেছে। শীঘ্রই আদালতের তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হতে পারে। এর আগে চিদাম্বরমকে আইএনএক্স মিডিয়া মামলায় জরুরি সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।

চিদাম্বরমের বিরুদ্ধে এবার চার্জশিট দেবে সিবিআই! আইএনএক্স মামলায় ফাঁপরে কংগ্রেস

এয়ারসেল-ম্যাক্সিসের মধ্যে ৩৫০০ কোটি টাকার চুক্তি ও আইএনএক্স মিডিয়া মামলায় ৩০৫ কোটি টাকার নয়ছয়-কাণ্ডে নাম জড়ায় কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের। উল্লেখ্য, এই মামলায় অন্যতম অভিযুক্ত তাঁর পুত্র কার্তি চিদাম্বরমও। ইউপিএ ওয়ান সরকারের আমলে এই ঘটনাটি ঘটে। তখন চিদাম্বরম ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

দুটি ক্ষেত্রেই ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের মাধ্যমে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে চিদম্বরম-পুত্রের বিরুদ্ধে। সিবিআই ২০১৭ সালের ১৫ মে এইআইআর দায়ের করে। এই ঘটনায় পরে নাম জড়িয়ে যায় প্রাক্তন অর্থমন্ত্রীরও।
কেন্দ্রের আইন মন্ত্রনালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলা শুরু করতে কোন বাধা নেই। কেন্দ্রের তরফে অনুমোদন দেওয়া হয়েছে। এতদিন তিনি এই মামলায় সরাসরি অভিযুক্ত ছিলেন না। এখন চার্জশিটেও তাঁর নাম থাকতে পারে।

সিবিআই এই মামলায় এফআইআর করেছিল কার্তি চিদাম্বরম, তাঁর কোম্পানি চেস ম্যানেজমেন্ট সার্ভিসেস, পিটার মুখোপাধ্যায় ও ইন্দ্রানী মুখোপাধ্যায়, আইএনএক্স মিডিয়া, অ্যাডভান্টেজ স্ট্রাটেজিক কনসাল্টিং সার্ভিসেস ও তার পরিচালক পদ্মা বিশ্বনাথনের বিরুদ্ধে। সিবিআই ও ইডি উভয়েই তদন্ত শুরু করে।

English summary
CBI is likely to file charge sheet against P Chidambaram in INX media foreign investment clearance case. Central gives sanction to prosecute against former finance minister,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X