For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতির শিকড় খুঁজতে তৎপরতা, একযোগে দেশের ১৫০ স্থানে তল্লাশি সিবিআইয়ের

সিবিআই দেশজুড়ে ১৫০-এর বেশি স্থানে একযোগে তল্লাশি অভিযান চালাল। রেলপথ এবং কয়লা-সহ শীর্ষ সরকারি বিভাগগুলিতে সিবিআইয়ের এই তল্লাশি অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ।

Google Oneindia Bengali News

সিবিআই দেশজুড়ে ১৫০-এর বেশি স্থানে একযোগে তল্লাশি অভিযান চালাল। রেলপথ এবং কয়লা-সহ শীর্ষ সরকারি বিভাগগুলিতে সিবিআইয়ের এই তল্লাশি অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ। দেশের বুকে দুর্নীতির জাল কাটতেই দেশের সর্বত্রই একযোগে এই তদন্তমূলক তল্লাশি অভিযান চালায় সিবিআই।

দুর্নীতির শিকড় খুঁজতে তৎপরতা, একযোগে দেশের ১৫০ স্থানে তল্লাশি সিবিআইয়ের

সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা জানান, দুর্নীতি পৌঁছে গিয়েছে একেবারে তৃণমূল স্তরে। যার জেরে সাধারণ নাগরিক বা ক্ষুদ্র ব্যবসায়ীরাও এর ফল ভুগছেন। সেই দুর্নীতির শিকড় খুঁজতেই সিবিআই এই অভিযান চালায়। আধিকারিকরা জানান, দুর্নীতির সম্ভাব্য উপায়গুলি খুঁজে বের করতে এবং সাধারণ নাগরিকদের পরিষেবা নেওয়ার ক্ষেত্রে যে সমস্যার মুখোমুখি হতে হয়, সেই সম্পর্কে সংবেদনশীল করতেই এই অভিযান।

এদিন যে বিভাগগুলি সিবিআই স্ক্যানারের আওতায় রেখেছিল, তা হল- রেলওয়ে, কয়লা, কাস্টমস বিভাগ, ভারতের খাদ্য কর্পোরেশন, বিদ্যুৎ, পুর কর্পোরেশন, ইসিআইসি, পরিবহণ, সিপিডব্লুডি, ফায়ার ব্রিগেড বিভাগ, এস্টেটের পরিচালক, সাব-রেজিস্ট্রার অফিস, জিএসটি বিভাগ, পাবলিক সেক্টরের ব্যাংক, কৃষি, শিপিং, বিএসএনএল, ইস্পাত, এনএইচআই এবং অন্যান্য বিভাগগুলি।

[আরও পড়ুন:জিডিপির মহাপতনের পর আরও এক ধাক্কা, ইস্তফার ইচ্ছাপ্রকাশ মোদীর প্রধান সচিবের][আরও পড়ুন:জিডিপির মহাপতনের পর আরও এক ধাক্কা, ইস্তফার ইচ্ছাপ্রকাশ মোদীর প্রধান সচিবের]

সিবিআই অভিযান চালায়, দিল্লি, জয়পুর, যোধপুর, গুয়াহাটি, শ্রীনগর, শিলং, চণ্ডীগড়, সিমলা, চেন্নাই, মাদুরাই, কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বই, পুনে, গান্ধীনগর, গোয়া, ভোপাল, জব্বলপুর, নাগপুর, পাটনা, রাঁচি, গাজিয়াবাদ, দেরাদুন এবং লখনউয়ে।

[আরও পড়ুন: সমীক্ষাকে মিথ্যা প্রমাণ করে জিডিপির মহাপতন, মোদীর 'আচ্ছে দিন' দুঃস্বপ্নের জাঁতাকলে][আরও পড়ুন: সমীক্ষাকে মিথ্যা প্রমাণ করে জিডিপির মহাপতন, মোদীর 'আচ্ছে দিন' দুঃস্বপ্নের জাঁতাকলে]

English summary
CBI is conducting a special surprise investigation across 150 places in India. Top government departments including railways and coal are under CBI's scanner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X