For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বহুকোটির ব্যাঙ্ক প্রতারণা! সিবিআই-এর খাতায় এবার মুখ্যমন্ত্রী আত্মীয়ের নাম

প্রায় ৩৫৪ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। সেন্ট্রাল ব্যাঙ্কের তরফ থেকে এই মামলা দায়ের করার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের আত্মীয় রাতুল পুরীর নাম উঠেছে সিবিআই-এর খাতায়।

  • |
Google Oneindia Bengali News

প্রায় ৩৫৪ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। সেন্ট্রাল ব্যাঙ্কের তরফ থেকে এই মামলা দায়ের করার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের আত্মীয় রাতুল পুরীর নাম উঠেছে সিবিআই-এর খাতায়। রাতুল পুরী কমলনাথের বোন নীতা পুরীর ছেলে।

বহুকোটির ব্যাঙ্ক প্রতারণা! সিবিআই-এর খাতায় এবার মুখ্যমন্ত্রী আত্মীয়ের নাম

রাতুল ছাড়াও তাঁর বাবা এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর দীপক পুরী, ডিরেক্টপ নীতা পুরী, সঞ্জয় জৈন, বিনিত শর্মাকেও অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগে নথিভুক্ত করেছে।

প্রকাশিত খবর অনুযায়ীস রাতুল ২০১২ সালে মোজারবিয়ার কোম্পানির এগজিকিউটিভ ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে পরিবারের সদস্যরা স্বপদে বহাল ছিলেন।

ইতিমধ্যেই সিবিআই-এর তরফ থেকে বাড়ি সহ ছটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। মোজারবিয়ার কোম্পানি কমপ্যাক্ট ডিস্ক, ডিভিডির মতো জিনিস তৈরি করে থাকে।

সেন্ট্রাল ব্যাঙ্কের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়। ২০০৯ সাল থেকে বিভিন্ন ব্যাঙ্ক থেকে কোম্পানি ঋণ নিয়েছে। ঋণের টাকা না মেটানোয় কোম্পানির জমা দেওয়া অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের ফরেনসিক অডিট করানো হয়। এরপর ২০১৯-এর ২০ এপ্রিল অ্যাকাউন্টটিকে প্রতারণার তালিকায় যুক্ত করে দেওয়া হয়।

এর আগে ইডি অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু করার সময়ে রাতুল পুরীর ভূমিকা খতিয়ে দেখে। রাহুল পুরী হিন্দুস্তান পেপার প্রোজেক্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান।

English summary
CBI has booked Madhya Pradesh Chief Minister Kamal Nath's nephew Ratul Puri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X