চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে সক্রিয় সিবিআই! হেফাজতে প্রাক্তন কংগ্রেস বিধায়ক
প্রায় ৪ হাজার কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারির তদন্ত নিয়ে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই (cbi)। কর্নাটকের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক রোশন বেগকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আদালত তুলেছে 'সুরক্ষা'! জমি দখল মামলায় বিপাকে বিজেপির অন্যতম সহ সভাপতি

বিচার বিভাগীয় হেফাজতে প্রাক্তন মন্ত্রী
শনিবার রোশন বেগকে গ্রেফতার করেছিল সিবিআই। এরপর তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে শনিবার তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সিবিআই-এর তরফে জানানো হয়েছে, উপযুক্ত প্রমাণ থাকায় তাঁকে ডেকে পাঠানো হয়েছিল।

জিজ্ঞাসাবাদের পরে আদালতে হাজিরা
শিবাজীনগরের প্রাক্তন বিধায়ক রোশন বেগকে জিজ্ঞাসাবাদের পর এদিন সিবিআই তাঁকে বেঙ্গালুরুর বিশেষ আদালতে হাজির করায়। সেই সময় আদালত রোশন বেগকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। এটা উল্লেখ করা প্রয়োজন, বেগই হল প্রথম রাজনীতিক যাঁকে এই কেলেঙ্কারিতে গ্রেফতার করা হল।

সিবিআই-এর সাপ্লিমেন্টারি চার্জশিট
এর আগে সিবিআই তাদের সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে। সেই চার্জশিটে ৪ হাজার কোটির এই কেলেঙ্কারিতে সরকারি আধিকারিক থেকে পুলিশ অফিসারদের নাম ছিল।

ইসলামি বিনিয়োগের উপায়ে প্রতারণা
কর্নাটক ভিত্তিক আইএমএ এবং তাদের গ্রুপ বহু কোটির পঞ্জি কেলেঙ্কারিতে অভিযুক্ত। বেশি টাকা ফেরতের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করেছিল এই সংস্থা। এব্যাপারে তারা ইসলামি বিনিয়োগের উপায়ের নাম প্রতারণা করেছিল বলে অভিযোগ।