
ঘুষ নেওয়ার অভিযোগ! দুই সেনা অফিসারের বিরুদ্ধে মামলা সিবিআই-এর
ঘুষ নেওয়ার অভিযোগে দুই সেনা অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। নাগাল্যান্ডে সেনাবাহিনীর রেশন সরবরাহে বরাত দিতে এক সরবরাহকারীর কাছ থেকে ৮২ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয় বলে অভিযোগ।

সেনার থ্রি কর্পের হেডকোয়ার্টারে থাকা ব্রিগেডিয়ার রাজীব গৌতমের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থাগ্রহণ শুরু। আর্মি সার্ভিস কর্পে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল অমিত শর্মা এবং লেফটেন্যান্ট কর্নেল সুতিক্ষণ রানা ২০১২ থেকে ২০১৬-র মধ্যে রেশন সরবরাহের জন্য ৮২ লক্ষ টাকা ঘুষ নেন বলে অভিযোগ। এই অঙ্ক আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল অমিত শর্মা আর্মি সার্ভিসল কর্পের কমান্ডিং অফিসার ছিলেন ২০১২-র ২৭ জুলাই থেকে ২০১৪-র ১৫ অক্টোবরের মধ্যে। পরে লেফটেন্যান্ট কর্নেল সুতিক্ষণ রানা ২০১৪-র ১৬ অক্টোবর থেকে ২০১৬-র ১০ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্বে ছিলেন।
অভিযোগ পাওয়ার পর সেনার তরফে কোর্ট অফ এনকয়ারি বসানো হয়েছিল।
সাত মাসের দীর্ঘ তদন্তে সিবিআই সরবরাহকারী জয়প্রকাশ সিং-এর কাছ থেকে ১০ লক্ষ টাকা এবং ৩.৪০ লক্ষ টাকা যথাক্রমে শর্মা ও রানাকে দেওয়া হয়েছে বলে প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে। হয় ব্যাঙ্কে টাকা জমা করা হয়েছে, নতুবা তৃতীয় পক্ষের মাধ্যমে কিংবা অভিযুক্তদের পরিবারের সদস্যদের টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ।