For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএনএক্স মামলায় চার্জশিট গঠন, চিদাম্বরম–কার্তির সঙ্গে নাম র‌য়েছে ইন্দ্রাণী মুখার্জিরও

আইএনএক্স মামলায় চার্জশিট গঠন, চিদাম্বরম–কার্তির সঙ্গে নাম র‌য়েছে ইন্দ্রাণী মুখার্জিরও

Google Oneindia Bengali News

সিবিআই শুক্রবার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম ও তাঁর ছেলে কার্তি সহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করল আইএনএক্স মিডিয়া মামলায়।

আইএনএক্স মামলায় চার্জশিট গঠন, চিদাম্বরম–কার্তির সঙ্গে নাম র‌য়েছে ইন্দ্রাণী মুখার্জিরও


বৃহস্পতিবারই দিল্লি কোর্ট আইএনএক্স মামলায় চিদাম্বরমকে ২৪ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে। বুধবার এই মামলায় চিদাম্বরমকে তিহার জেলে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ সিবিআই মামলায় তিহারে ছিলেন চিদম্বরম৷ তাই ইডি হেফাডতের পর তাঁকে তিহার জেল ছাড়তে হল। এই মামলায় আগে প্রাক্তন অর্থমন্ত্রীর ছেলে কার্তি চিদাম্বরমকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। পরে তিনি জামিনে ছাড়া পেয়ে যান। জানা গিয়েছে, চার্জশিটে নাম রয়েছে ১৪ জন অভিযুক্তের। এদের মধ্যে আইএনএক্স মিডিয়ার প্রতিষ্ঠাতা পিটার মুখার্জি ও ইন্দ্রাণী মুখার্জির নামও রয়েছে। এই দু’‌জন সম্প্রতি শিনা বোরা হত্যাকাণ্ডে কারাবন্দী হয়ে রয়েছে। এই আইএনএক্স মামলায় ইন্দ্রানী ও পিটারের বয়ানই মুখ্য ভূমিকা নেয়।

বৃহস্পতি দিল্লি কোর্ট ইডিকে নিজেদের হেফাজতে রেখে চিদাম্বরমকে জেরা করার জন্য ২৪ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে। সিবিআই হেফাজতেও তিনি ২৪ অক্টোবর পর্যন্ত থাকবেন। চার্জশিটে বলা হয়েছে, প্রাক্তন অর্থমন্ত্রী ক্ষমতায় থাকাকালিন আইএনএক্স মিডিয়াকে এফআইপিবি (‌ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশান বোর্ড)‌ পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল এবং তা নিজের অফিসে বসে।

বিশেষ সিবিআই বিচারক অজয় কুমার কুহারের কাছে এই চার্জশিট জমা পড়েছে। সোমবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। এই প্রথমবার কোনও মামলায় পি চিদাম্বরমের নামে চার্জশিট জমা পড়ল। চার্জশিটে চারজন এফআইপিবি আধিকারিকের নামও রয়েছে। যদিও কেন্দ্রীয় সংস্থা তাঁদের নাম প্রকাশ্যে আনেনি। আইএনএক্স মামলায় চিদাম্বরমের নাম উঠে আসার পর তিনি তাঁর ওপর ওঠা সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন যে এটা রাজনৈতিক ষড়যন্ত্র।

English summary
The chargesheet alleged that the former finance minister misused his office in giving FIPB (foreign investment promotion board) approval to the INX Media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X