For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীব কুমারের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই ! সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

রাজীব কুমারকে হাতে পেতে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই। বারাসত আদালতে রাজীব কুমার আগাম জামিনের আবেদন করতেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারীসংস্থা।

  • |
Google Oneindia Bengali News

রাজীব কুমারকে হাতে পেতে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই। বারাসত আদালতে রাজীব কুমার আগাম জামিনের আবেদন করতেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার ডিজির অফিসে ২ চিঠি ধরানোর পর এদিন সকালে বাকি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে দুটি চিঠি দেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর এমনটাই। এদিকে এই চিঠি পাওয়ার পর নবান্নে ডিজির সঙ্গে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব বৈঠকে বসেন বলে জানা গিয়েছে।

রাজীব কুমারের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে সিবিআই ! সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

রাজীব কুমারকে গ্রেফতার করতে মরিয়া সিবিআই। শনিবার রাজীব কুমার বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন, খবর পাওয়ার পর সিবিআই-এর তরফে জামিনের বিরোধিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তের কথাও জানানো হতে পারে বলে সূত্রের খবর। ফলে মঙ্গলবার বারাসত আদালত যদি রাজীব কুমারের আবেদন নাকচ করে দেয়, তাহলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন তিনি। ফলে সেই শুনানি যাতে একতরফা না হয়, সেই জন্যই সিবিআই-এর এই ক্যাভিয়েট বলে জানা গিয়েছে।

অন্যদিকে, রাজীব কুমারের হদিশ পেতে প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে চলেছে সিবিআই। রাজীব কুমার কোথায় রয়েছেন, তা জানতে এদিন সকালে নবান্নে চিঠি দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরেই নবান্নে ডিজি, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের বৈঠক বসে।

[ ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করায় কেন্দ্রকে নোটিস ধরাল শীর্ষ আদালত][ ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করায় কেন্দ্রকে নোটিস ধরাল শীর্ষ আদালত]

একমাস সময় চেয়ে রাজীব কুমারের আইনজীবী মেল সম্পর্কে সিবিআই-এর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাজিরা এড়িয়ে যাচ্ছেন রাজীব কুমার।

এদিকে রাজীব কুমারকে নিয়ে সম্ভাব্য পরিস্থিতির কথা বিবেচন করে কেন্দ্রের কাছে অতিরিক্ত ১ কোম্পানি সিআরপিএফ চাওয়া হয়েছে।

 [অমিত শাহের 'হিন্দি' ক্ষতে প্রলেপ দিতে তৎপরতা! নিজেদের মতো করে 'মাতৃভাষা দিবস' উদযাপনের পরিকল্পনা] [অমিত শাহের 'হিন্দি' ক্ষতে প্রলেপ দিতে তৎপরতা! নিজেদের মতো করে 'মাতৃভাষা দিবস' উদযাপনের পরিকল্পনা]

English summary
CBI files caviet in the Supreme Court over IPS Rajeev Kumar case. CBIwants to arrest him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X