For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর পর আরপি! এবার ৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা, মামলা সিবিআইয়ের

ফের ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় তোলপাড় হল দেশ। এবার ৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ আরপি ইনফো সিস্টেমের বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

ফের ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় তোলপাড় হল দেশ। এবার ৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ আরপি ইনফো সিস্টেমের বিরুদ্ধে। সিবিআই এই কোম্পানির নামে ও এই কোম্পানির ডিরেক্টরদের নামে মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। তবে এখনও এই ব্যাঙ্ক জালিয়াতি-কাণ্ডে কাউকে গ্রেফতার করা হয়নি।

মোদীর পর আরপি! এবার ৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা, মামলা সিবিআইয়ের

[আরও পড়ুন:লাগামছাড়া আর্থিক ঘাটতিতে রাশ টানতে ব্যর্থ অরুণ জেটলি][আরও পড়ুন:লাগামছাড়া আর্থিক ঘাটতিতে রাশ টানতে ব্যর্থ অরুণ জেটলি]

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পরই একের পর এক ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটে চলেছে দেশে। নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির ব্যাঙ্ক জালিয়াতি পুরো দেশকেই নাড়িয়ে দিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ বিজনেস টাইফুন নীরব মোদী এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই দেশছাড়া। মেহুল চোকসির পাত্তা পায়নি সিবিআই।

বিজয় মালিয়ার পথ অনুসরণ করে এই দুই বিজনেস টাইফুনও আপাতত দেশের বাইরে গা ঢাকা দিয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা। এদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাড়ে ১১ হাজার কোটি টাকার জালিয়াতির পর ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের ১০৯ কোটি টাকার জালিয়াতিও সামনে আসে। এই ঘটনায় আবার জড়িয়ে যায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংয়ের জামাইয়ের নাম। এই ঘটনায় অভিযুক্ত গুরপাল সিং-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

এই দুই ঘটনায় আলোড়ন ওঠার পরই আবারও এক ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ উঠল। আর এই অভিযোগের পিছনেও রয়েছে বড় ব্যাবসায়ীর হাত। আরপি ইনফো সিস্টেমের মতো বড় কোম্পানিও ৫১৫.১৫ কোটি টাকা ঋণখেলাপি করেছে বলে অভিযোগ। সিবিআই এই মর্মে একটি মামলা দায়ের করেছে।

[আরও পড়ুন: তৃণমূল মহাসচিবকে মদনের পাশে দাঁড় করালেন মুকুল, পাল্টা বাণ ছাড়লেন 'বাচ্চাছেলে' পার্থ][আরও পড়ুন: তৃণমূল মহাসচিবকে মদনের পাশে দাঁড় করালেন মুকুল, পাল্টা বাণ ছাড়লেন 'বাচ্চাছেলে' পার্থ]

English summary
CBI files a case of bank fraud of rupees 515 crores against RP info system. After Nirav Modi RP info system is alleged as a defaulter of loan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X