For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিএনবি কাণ্ডের জের, সিবিআই-এর টার্গেটে এবার কংগ্রেস নেতার আত্মীয়রাও

পিএনবি প্রতারণা কাণ্ডের জেরে এবার সিবিআই-এর টার্গেটে কংগ্রেস নেতার আত্মীয়। ৯৭.৮৫ কোটির ঋণ প্রতারণা এবং ১১০ কোটি টাকা বকেয়া রাখার অভিযোগে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে

  • |
Google Oneindia Bengali News

পিএনবি প্রতারণা কাণ্ডের জেরে এবার সিবিআই-এর টার্গেটে কংগ্রেস নেতার আত্মীয়। ৯৭.৮৫ কোটির ঋণ প্রতারণা এবং ১১০ কোটি টাকা বকেয়া রাখার অভিযোগে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিবিআই।

পিএনবি কাণ্ডের জের, সিবিআই-এর টার্গেটে এবার কংগ্রেস নেতার আত্মীয়রাও

নীরব মোদীর পিএনবি প্রতারণা কাণ্ড সামনে আসার পর থেকে দেশ জুড়ে খানিকটা বিপাকে শাসক বিজেপি। আর আক্রমণ জোরদার করছে কংগ্রেস। এরই মধ্যে বড় ঋণ সংক্রান্ত তথ্য জানতে ব্যাঙ্কগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে দেশের মধ্যে অন্যতম বড় চিনি কল সিমভাউলি সুগার মিল এবং তার ডেপুটি জেনারেল ম্যানেজার গুরপাল সিং-এর বিরুদ্ধে অভিযাগ দায়ের করল সিবিআই। গুরপাল সিং-এর অন্য পরিচয়টাও বেশ বড়। তিনি পঞ্জাবের কংগ্রেসি মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর জামাই।

পিএনবি কাণ্ডের জের, সিবিআই-এর টার্গেটে এবার কংগ্রেস নেতার আত্মীয়রাও

সিবিআই-এর দায়ের করা এফআইআর-এ জানানো হয়েছে, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স থেকে দুটি ঋণ নেওয়া হয়েছিল। একটি ৯৭.৮৫ কোটির। ২০১৫ সালে এই ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ করা হয়েছিল। অপর ঋণটি ছিল কর্পোরেট। যেটি ছিল ১১০ কোটি টাকার। আগের ঋণ শোধ করতেই এই ঋণ নেওয়া হয়েছিল। ২০১৬ সালের ২৯ নভেম্বর দ্বিতীয় ঋণটিকে এনপিএ হিসেবে ঘোষণা করা হয়।

ব্যাঙ্কের তরফে সিবিআই-এ অভিযোগ করা হয় ২০১৭-র ১৭ নভেম্বর। কিন্তু বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয় ২২ ফেব্রুয়ারিতে।

সিবিআই-এর অভিযোগপত্রে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর জামাই গুরপাল সিং ছাড়াও অপর ১২ জনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন, সিমবাউলি সুগার মিলের চেয়ারম্যান গুরমিত সিং মান, সিইও জিএসসি রাও-সহ সুগার মিলের একাধিক পদস্থ কর্তাদের বিরুদ্ধে। অভিযুক্ত বাসস্থান-সহ আটটি জায়গায় ইতিমধ্যে তল্লাশি চালানো হয়েছে সিবিআই-এর তরফ থেকে।

English summary
CBI files a case against officials of Simbhaoli Mills including Punjab CM's son-in-law.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X