বাবরি মামলায় সিবিআই আদালতকে সময় বেঁধে দিল সুপ্রিমকোর্ট, কবে হবে রায় ঘোষণা?
বাবরি মসজিদ ধ্বংস মামলায় সিবিআই বিশেষ আদালতে শুনানি চলছে। আর সেই মামলাতেই এবার শীর্ষ আদালত একটি নির্দেশিকা জারি করল। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রায় দিতে সেই আদালতকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে ৩১ অগাস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত।

দুই বছরের সময়সীমা বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত
তবে বাবরি মসজিদ সংক্রান্ত এই মামলার নিষ্পত্তির জন্যে আদালতের বিচারক এসকে যাদব আরও সময় চেয়ে শীর্ষ আদালতে দরবার করেছিলেন। সেই আবদনের প্রেক্ষিতেই এই রায় দেয় শীর্ষ আদালত। এর আগে ২০১৭ সালে সুপ্রিম কোর্ট ওই আদালতকে প্রতিদিন শুনানির মাধ্যমে দু'বছরের মধ্যে শেষ করতে নিষ্পত্তি নির্দেশ দিয়েছিল।

সিবিআই আদালতের আবেদন
এদিকে এদিনের নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছে, 'বিশেষ বিচারক সুরেন্দ্র কুমার যাদবের আবেদন খতিয়ে দেখে আমরা আরও একমাস সময় বাড়ালাম। ৩০ সেপ্টেম্বর, ২০২০-এর মধ্যে এই মামলার রায় ঘোষণা করতে হবে।'

বয়ান রেকর্ড করিয়েছেন লালকৃষ্ণ আডবাণী
এদিকে, ২৪ জুলাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বয়ান রেকর্ড করিয়েছেন লালকৃষ্ণ আডবাণী। ভারতীয় দণ্ডবিধির ৩১৩ নম্বর ধারা অন্তর্গত আডবাণীর বয়ান রেকর্ড করা হয়। একই ভাবে এই একই মামলায় মুরলী মনোহর যোশীরও বয়ান রেকর্ড করা হয়।

শীর্ষ আদালত ভর্ৎসনা করে আডবাণীকে
দীর্ঘ ১৩৪ বছরের বিতর্কের অবসান ঘটিয়েছে দেশে শীর্ষ আদালত৷ অযোধ্যায় বিতর্কিত জমি মামলার রাম মন্দির নির্মাণের পক্ষে গিয়ে৷ তবে শীর্ষ আদালত এও জানিয়েছিল যে বাবরি মসজিদ ধ্বংস অপরাধের শামিল। ১ হাজার ৪৫ পাতার রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্টের তরফে লালকৃষ্ণ আডবাণীর ভূমিকা কড়া ভাষায় সমালোচনা করা হয়৷ কেননা, অযোধ্যায় বিতর্কিত জমি মামলার বিতর্কের কেন্দ্রে ছিলেন বিজেপির এই বর্ষীয়ান নেতা৷

করোনা সংক্রমণের মাঝেই রাম মন্দির ভূমিপুজো
এদিকে করোনা সংক্রমণের মাঝেই রাম মন্দির নির্মাণে ভূমিপূজার জন্য ৫ অগাস্ট অযোধ্যা যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না লালকৃষ্ণ আডবাণী। তবে অনুষ্ঠানে মোহন ভাগবত আডবাণীকে মনে করে বক্তব্য পেশ করেছিলেন।

আডবাণীকে নিয়ে ভাগবতের বক্তব্য
মোহন ভাগবত বলেন, 'এই ঘটনায় অনেকেই সেই সময় বলিদান দিয়েছে। প্রথম সারিতে দাঁড়িয়ে লড়েছে তাঁরা আজ এখানে সশরীরে উপস্থিত নেই। কিন্তু তাঁরা আমাদের সঙ্গে রয়েছেন। যেমন আডবাণীজি ঘরে বসে এই অনুষ্ঠান দেখছেন। এমন পরিস্থিতি আজ যে ইচ্ছে থাকলেও অনেককে ডাকা যায়নি।'
হাত মেলাল চিন-পাকিস্তান, কাশ্মীর ইস্যুতে হুঁশিয়ারি বেজিংয়ের! পাত্তা দিল না ভারত