শিলং পর্ব চলবে, মঙ্গলবারও রাজীব-কুণালকে জেরা করবে সিবিআই
আপাতত থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। একটানা তিনদিন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা ও বয়ান রেকর্ড করার পর ফের মঙ্গলবার ডেকে পাঠিয়েছে সিবিআই। এদিকে কুণাল ঘোষকেও দুদিন জেরার পরে ফের তৃতীয় দিনের জন্য ডেকে পাঠানো হয়েছে। মঙ্গলবার একটানা চতুর্থদিন সিবিআই আধিকারিকেরা জেরা করে বয়ান রেকর্ড করতে চলেছে রাজীব কুমারের।

সিবিআই সূত্রে খবর, মোট ২৮০টি প্রশ্নের মালা সাজিয়ে বসা হয়েছিল। তার মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তরে সিবিআই সন্তুষ্ট হতে পারেনি। মনে হয়েছে রাজীব সঠির জবাব দিচ্ছেন না বা এড়িয়ে যাচ্ছেন। ফলে ফের এই প্রশ্নগুলি করে জবাব চেয়ে তাঁর বয়ান রেকর্ড করা হবে।
এদিন একটানা সাত ঘণ্টা সিবিআই এ দফতরে ছিলেন রাজীব কুমার। ছিলেন কুণাল ঘোষও। সন্ধ্যা নাগাদ প্রথমে রাজীব কুমার সিবিআই দফতর ছাড়ার পরে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছেন কুণালও। মঙ্গলবার ফের সকাল ১০টার পর তাদের হাজির হতে বলা হয়েছে। আগামিকালও ম্যারাথন জেরা চলতে পারে বলে সিবিআই সূত্রে ইঙ্গিত মিলেছে।
এদিন সূত্রের খবর, রাজীব কুমার ও কুণাল ঘোষকে আলাদা জেরার পর একসঙ্গে বসিয়েও বহুক্ষণ জেরা করে বয়ান রেকর্ড করা হয়েছে।
প্রসঙ্গত, রাজীব কুমারের তরফে জানানো হয়েছিল মাধ্যমিক পরীক্ষা ও অন্যান্য কারণে বেশিদিন শিলংয়ে থাকতে পারবেন না কলকাতার পুলিশ কমিশনার। সেইমতো কলকাতায় ফিরে আসতে চেয়েছিলেন তিনি। তবে সিবিআই যেভাবে পরপর তাঁকে জেরার জন্য ডাকছে তাতে তিনি শেষ অবধি কবে ছাড়া পান সেটাই দেখার।