For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংস্থার 'সেকেন্ড ইন কম্যান্ড' রাকেশ আস্থানার বিরুদ্ধেই এফআইআর সিবিআই-এর

সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে তাঁর নিজের সংস্থা সিবিআই-ই ঘুষ কাণ্ডে এফআইআর দায়ের করল।

  • |
Google Oneindia Bengali News

সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে তাঁর নিজের সংস্থা সিবিআই-ই ঘুষ কাণ্ডে এফআইআর দায়ের করল। তিনি এই মুহূর্তে তদন্তকারী সংস্থার দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী। সেই এফআইআরে নাম রয়েছে র-এর আধিকারিক সামন্ত কুমার গোয়েলেরও।

রাকেশ আস্থানার বিরুদ্ধে এফআইআর সিবিআই-এর

এই সপ্তাহে এইআইআর দায়ের হয়েছে। মইন কুরেশি মামলায় গঠিত তদন্তকারী দলের দায়িত্বে ছিলেন রাকেশ আস্থানা। সেই তদন্তের সময় আস্থানা ঘুষ নেন বলে অভিযোগ। মইনের বিরুদ্ধে টাকা নয়ছয় ও দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে।

আস্থানার নাম ওঠায় নড়েচড়ে বসেছে অন্য তদন্তকারী সংস্থাও। চাপে রয়েছে সিবিআইও। কারণ নানা সময়ে সিবিআইয়ের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছে। সেটাই যেন এবার প্রমাণ হওয়ার পথে।

রাকেশ আস্থানা ১৯৮৪ সালের ব্যাচের আইপিএস। গুজরাত থেকে তিনি আইপিএস হয়েছেন। তাঁর বিরুদ্ধে ২ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মিডলম্যান মনোজ কুমারকে গ্রেফতারের পরই জানা গিয়েছে, আস্থানার ঘুষ নেওয়ার কথা। তারপরই সিবিআই নিজেদের অফিসারের বিরুদ্ধেই এফআইআর করেছে।

English summary
CBI books its Special Director Rakesh Asthana in bribery case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X