For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিএনবি জালিয়াতির নেপথ্য নায়ক গোকুলনাথ শেট্টি সিবিআইয়ের হাতে গ্রেফতার

নীরব মোদীর পিএনবি জালিয়াতিতে মুখ্য কারিগর ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেট্টিকে অবশেষে গ্রেফতার করল সিবিআই। একইসঙ্গে পিএনবি-রই সিঙ্গল উইন্ডো অপারেটর হেমন্ত ভাটকেও গ্রেফতার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নীরব মোদীর পিএনবি জালিয়াতিতে মুখ্য কারিগর ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেট্টিকে অবশেষে গ্রেফতার করল সিবিআই। একইসঙ্গে পিএনবি-রই সিঙ্গল উইন্ডো অপারেটর হেমন্ত ভাটকেও গ্রেফতার করা হয়েছে।

পিএনবি জালিয়াতির নেপথ্য নায়ক গোকুলনাথ শেট্টি গ্রেফতার

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জালিয়াতিতে নীরব মোদীকে অবৈধভাবে ঋণ পাইয়ে দেওয়া ও লেটার অব আন্ডারটেকিং পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে গোকুলনাথ শেট্টির বিরুদ্ধে।

এই ঘটনা সামনে আসার পর ব্যাঙ্কের অভ্যন্তরীণ তদন্ত থেকে শুরু করে সিবিআই ও ইডি সকলের তদন্তেই গোকুলনাথ শেট্টিকেই অন্যতম অভিযুক্ত বলে খুঁজে পাওয়া গিয়েছে। পিএনবি সিবিআইয়ে এই ঘটনায় ডাকার পরই গোকুলনাথ শেট্টিকে জেরা করা হয়। পাশাপাশি অন্যদেরও জেরা করা হয়।

মুম্বইয়ে গোকুলনাথ শেট্টির বাড়িতেও সিবিআই ও ইডি হানা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে। তারপরই সমস্ত প্রমাণ এক জায়গায় করে এদিন গোকুলনাথ শেট্টিকে গ্রেফতার করা হয়েছে। এদিন তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, পিএনবি জালিয়াতিতে মোট ১১ হাজার ৩০০ কোটি টাকা নয়ছয় হয়েছে। এই ব্যাঙ্ক বাদেও আরও তিন-চারটি ব্যাঙ্ক থেকে টাকা নয়ছয় করা হয়েছে। গত জানুয়ারি মাসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অভ্যন্তরীণ তদন্তে গোটা ঘটনা সামনে আসে। মুম্বইয়ে ব্যাঙ্কের একটি শাখা থেকে এই টাকা নয়ছয় করা হয়েছে।

English summary
CBI has arrested Gokulnath Shetty then Deputy Manager Punjab National Bank
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X