For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিসা দুর্নীতি কাণ্ডে সিবিআই গ্রেফতার করল কার্তি চিদম্বরমের ঘনিষ্ঠ সহযোগীকে

Google Oneindia Bengali News

কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমের বিরুদ্ধে ভিসা দুর্নীতির মামলায় সিবিআই তাঁরই এক ঘনিষ্ঠ সহযোগী এস ভাস্করকে গ্রেফতার করেছে। সিবিআই মঙ্গলবার গভীর রাত রাত পর্যন্ত তাকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। প্রসঙ্গত, ঘুষ নিয়ে পাঞ্জাবের একটি প্রকল্পের জন্য চিনা নাগরিকদের ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে কার্তির বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে নতুন মামলা নথিভুক্ত করে সিবিআই।

সিবিআই গ্রেফতার করল কার্তি চিদম্বরমের ঘনিষ্ঠ সহযোগীকে

সূত্রের খবর, পাঞ্জাবের মানসাতে তালওয়ান্দি সাবো পাওয়ার লিমিটেড প্রকল্পে কাজ করার জন্য সেই চিনা নাগরিকরা ভারতীয় ভিসা করাতে চেয়েছিলেন। চিদম্বরম চিনা নাগরিকদের প্রায় ২৬০টি ভিসা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ৫০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। মঙ্গলবার সিবিআই এই মামলার সঙ্গে যুক্ত থাকার জন্য কার্তি চিদম্বরমের বাড়ি ও অফিস সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযান চলে ৯টি জায়গায়, যার মধ্যে তামিলনাড়ুর তিনটে, মুম্বইতে তিনটে, পাঞ্জাবে একটা, কর্নাটকে একটা ও ওড়িশায় একটা জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এই তল্লাশি অভিযান নিয়ে কার্তি চিদম্বরম টুইটে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, '‌আমি গণনা হারিয়েছি, কতবার হয়েছে? এটা রেকর্ড হতে হবে।’

ইউপিএ সরকারের অধীনে ২০১১ সালে কার্তি চিদাম্বরম ঘুষের বিনিময়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চিনা নাগরিকদের জন্য অবৈধ ভিসা তৈরির সুবিধা নিয়েছে। তালওয়ান্দি সাবো পাওয়ার লিমিটেড মানসা পাঞ্জাবে ১,৯৮০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়াধীন ছিল। প্রতিষ্ঠাটি শানডং ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কর্প (সেপকো) নামে একটি চিনা সংস্থাকে দেওয়া হয়েছিল পরিচালনা করার জন্য।

এদিকে পি চিদম্বরম এবং কার্তি চিদম্বরম আইএনএক্স মিডিয়া এবং এয়ারসেল-ম্যাক্সিস চুক্তির সাথে জড়িত পৃথক সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মামলাতেও অভিযুক্ত।

English summary
CBI arrests Karti Chidambaram's close aide
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X