For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিএনবি প্রতারণা কাণ্ড, গ্রেফতার আরও ৩ ব্যাঙ্ক আধিকারিক

নীরব মোদীর পিএনবি প্রতারণা কাণ্ডে গ্রেফতার করা হল আরও তিন ব্যাঙ্ক আধিকারিককে। সিবিআই এই গ্রেফতারি পর্ব চালিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নীরব মোদীর পিএনবি প্রতারণা কাণ্ডে গ্রেফতার করা হল আরও তিন ব্যাঙ্ক আধিকারিককে। সিবিআই এই গ্রেফতারি পর্ব চালিয়েছে। ব্যবসায়ী নীরব মোদী এবং মেহুল চোকসহি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১,৪০০ কোটি টাকা প্রতারণা করেন বলে অভিযোগ।

পিএনবি প্রতারণা কাণ্ড, গ্রেফতার আরও ৩ ব্যাঙ্ক আধিকারিক

পিএনবির ফোরেক্স ডিপার্টমেন্টের প্রধান ম্যানেজার বাচ্চু তিওয়ারি, একই বিভাগের ম্যানেজার যশবন্ত যোশী এবং প্রফুল্ল সাওয়ান্তকে গ্রেফতার করেছে সিবিআই। এর আগে একই ঘটনায় অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেট্টি এবং ক্লার্ক মনোজ খারাতকে গ্রেফতার করেছিল সিবিআই।

সূত্রের খবর অনুযায়ী, গোকুল শেট্টির কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল থাকার কথা বাচ্চু তিওয়ারির। বিশেষ করে সুইফট ম্যাসেজ এবং সিবিএস সম্পর্কে। তদন্তকারীদের অভিযোগ, গোকুল শেট্টির কার্যকলাপ সম্পর্কে পুরোটাই জানতেন বাচ্চু তিওয়ারি।

একইরকম ভাবে যশবন্ত যোশীর গোকুল শেট্টির কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল থাকার কথা। কেননা সুইফট এবং সিবিএস-এ তথ্য প্রতিদিন নতুন করে দেওয়া হয়। অভিযোগ, শেট্টির কার্যকলাপ সম্পর্কে অবগত হয়েও কোনও ব্যবস্থাই নেননি যোশী। তৃতীয় ব্যক্তি প্রফুল্ল সাওয়ান্তের প্রতিদিন সুইফট ম্যাসেজ পর্যবেক্ষণ করার কথা থাকলেও তাতে গাফিলতি করা হয়েছে।

পিএনবি প্রতারণা কাণ্ড, গ্রেফতার আরও ৩ ব্যাঙ্ক আধিকারিক

এদিকে সিবিআই-এর তরফ থেকে নভি মুম্বই, আন্ধেরি এবং ডম্বিভিলিতে নীরব মোদীর একাধিক বাসভবনে তল্লাশি চালানোর প্রক্রিয়া জারি রেখেছে। সিবিআই ইতিমধ্যেই নীর মোদীদের জালে ফেলতে ইন্টারপোলের সাহায্য চেয়েছে। একইসঙ্গে নীরব মোদীর সহযোগী হিসেবে পরিচিত ভাইস প্রেসিডেন্ট বিপুল আম্বানি এবং চিফ ফিনান্সিয়াল অফিসার রবি গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকেও এদিন মুম্বই ছাড়াও দেশের ৩৮ টি জায়গায় তল্লাশি চালানো হয়।

English summary
CBI arrested three more officials of the PNB in connection with Nirav Modi case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X