For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাবেরী জল-যুদ্ধে কর্ণাটকের দিকে ঝুঁকল সুপ্রিমকোর্ট, ভোটের আগে স্বস্তি সিদ্দারামাইয়ার

তামিলনাড়ুকে ১৯২.২ টিএমসি জল দিতে হতো কর্ণাটককে। সেটা এবার কমিয়ে ১৭৭ টিএমসি করা হয়েছে। সেই বাকী ১৪.৭৫ টিএমসি জল কর্ণাটক ব্যবহার করতে পারবে বলেও এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কাবেরীর জলের অধিকার কোনও একটি রাজ্য়ের নয়। তা কেউ দাবিও করতে পারবে না। আগের নির্দেশ না মানায় কর্ণাটককে সুপ্রিম কোর্টে তিরস্কৃতও হতে হয়েছে। তবে সিদ্দারামাইয়ার সরকারের সওয়াল শোনার পরে রায়ে তাঁর মুখেই হাসি ফুটিয়েছে সর্বোচ্চ আদালত।

কাবেরী জল-যুদ্ধে কর্ণাটকের দিকে ঝুঁকল সুপ্রিমকোর্ট

আগে তামিলনাড়ুকে ১৯২.২ টিএমসি জল দিতে হতো কর্ণাটককে। সেটা এবার কমিয়ে ১৭৭ টিএমসি করা হয়েছে। সেই বাকী ১৪.৭৫ টিএমসি জল কর্ণাটক ব্যবহার করতে পারবে বলেও এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে।

এর ফলে তামিলনাড়ুর ভাগ্যে জলের পরিমাণ আরও কমে গেল। এবং রাজ্য বিধানসভা ভোটের আগে স্বস্তির নিঃশ্বাস ফেলল সিদ্দারামাইয়া সরকার। এই ১৪.৭৫ টিএমসি জলের মধ্যে বেঙ্গালুরু ৪.৭ টিএমসি জল পাবে বলে জানা গিয়েছে। যার ফলে আইটি শহরের জলের চাহিদা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

যুগের পর যুগ ধরে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে কাবেরীর জল নিয়ে যুদ্ধ চলছে। নতুন করে এই দ্বন্দ্ব অন্য মাত্রায় পৌঁছেছে। বেঙ্গালুরু ও চেন্নাই শহর দ্রুতলয়ে বাড়ছে। বাইরে থেকে আসা কর্মপ্রার্থী ও ব্যবসায়ীদের ভিড় এখানে। তার ফলে জলের প্রয়োজনীয়তা আরও বাড়ছে। কাবেরীর জল ছাড়া গতি নেই। ফলে এই জলের জন্য মারমার কাটকাট অবস্থা দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে।

কাবেরীর জল তামিলনাড়ুর লাইফলাইন। রাজ্যের ৫০ শতাংশ নদী, খাল ও নালায় এই জল পৌঁছয়। কাবেরীর ব-দ্বীপ এলাকা দেশের অন্যতম বৃহত্তম। ১ কোটি ৭০ লক্ষ মানুষকে খাবার জল পৌঁছে দেয় এই নদী। অন্তত তামিলনাড়ু রাজ্যের ২০ শতাংশ মানুষ বেঁচে থাকেন কাবেরীর জলের দিকে তাকিয়ে।

English summary
Cauvery verdict : Karnataka asked to provide Tamil Nadu with 177 TMC of water
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X