For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৭ সেপ্টেম্বর পর্যন্ত ফি দিন ৬ হাজার কিউসেক করে কাবেরীর জল ছাড়তে হবে কর্ণাটককে : সুপ্রিম কোর্ট

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২০ সেপ্টেম্বর : কাবেরীর জল নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে যুদ্ধ যেমন থামার নয়। সুপ্রিম কোর্টের নয়া নির্দেশের পরে তা ফের চরমে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। এদিন সর্বোচ্চ আদালত কাবেরী ইস্যুতে রায় দিয়েছে যে, আগামী কাল অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন কর্ণাটককে ৬ হাজার কিউসেক করে জল ছাড়তে হবে তামিলনাড়ুকে। [কাবেরী ইস্যু, পরিস্থিতি সামাল দিতে বেঙ্গালুরুর রাস্তায় ১৫,০০০ পুলিশ]

একইসঙ্গে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আগামী ৪ সপ্তাহের মধ্যে 'কাবেরী ওয়াটার ম্য়ানেজমেন্ট বোর্ড' গঠনের জন্য। আগামী তিনদিনের মধ্যে কাবেরী পর্যবেক্ষণ কমিটির রিপোর্ট নিয়ে বিরোধিতা করে আবেদনও কর্ণাটক বা তামিলনাড়ু জমা দিতে পারবে বলে শীর্ষ আদালত জানিয়েছে। [কাবেরী ইস্যুতে স্তব্ধ কর্ণাটক : গাড়ি না পেয়ে হবু বধূর বেঙ্গালুরু থেকে তামিলনাড়ু পদযাত্রা]

২৭ সেপ্টেম্বর পর্যন্ত ফি দিন ৬ হাজার কিউসেক করে জল ছাড়তে হবে

এই খবর পাওয়ার পর থেকেই কর্ণাটকের নানা জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেঙ্গালুরু শহরও নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। শহরের রাস্তায় প্রায় ১৬ হাজার পুলিশ ও আধা সেনা নেমেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বাসস্টপ, রেল স্টেশন ইত্যাদি জায়গায় পুলিশ পোস্টিং রয়েছে।

জলবণ্টনকে কেন্দ্র করে মাণ্ড্য ও মাইসোর জেলায় সবচেয়ে বেশি অশান্তির আশঙ্কা করা হচ্ছে। এর আগের বনধেও এই জেলাগুলিই সবচেয়ে স্পর্শকাতর ছিল। এর আগে কাবেরী পর্যবেক্ষক কমিটি কর্ণাটককে ৩ হাজার কিউসেক করে জল ছাড়তে বলেছিল। এদিন সুপ্রিম কোর্ট সেটাকে বাড়িয়ে ৬ হাজার কিউসেক প্রতিদিন করে দিয়েছে।

English summary
Cauvery Row: SC directs Karnataka to release 6,000 cusecs a day to Tamil Nadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X