For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী ১৫ বছর কাবেরীর জলে কর্ণাটকের অধিকার বেশি, সুপ্রিমকোর্টে ধাক্কা খেল তামিলনাড়ু

আগামী ১৫ বছর সুপ্রিম কোর্টের এই রায় বহাল থাকবে। ততদিন পরে গিয়ে নতুন নির্দেশ দেওয়া হতে পারে অর্থাৎ তা সংশোধিত হতে পারে।

  • |
Google Oneindia Bengali News

কাবেরীর জল নিয়ে নতুন করে সিদ্ধান্ত জানাল সুপ্রিম কোর্ট। জলের বরাদ্দ তামিলনাড়ুর জন্য কমিয়ে কর্ণাটকের জন্য বাড়ানো হল। ফলে নতুন সমীকরণ তৈরি হল দুই রাজ্যের মধ্যে। আগে তামিলনাড়ু ১৯২ টিএমসিএফটি (থাউজ্যান্ড মিলিয়ন কিউবিক ফুট) জল পেত। তা কমিয়ে ১৭৭.২ টিএমসিএফটি করা হয়েছে। অতিরিক্ত ১৪.৭৫ টিএমসিএফটি জল কর্ণাটক ব্যবহার করতে পারবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।

আগামী ১৫ বছর কাবেরীর জলে কর্ণাটকের অধিকার বেশি

সবচেয়ে উল্লেখযোগ্য হল, আগামী ১৫ বছর সুপ্রিম কোর্টের এই রায় বহাল থাকবে। ততদিন পরে গিয়ে নতুন নির্দেশ দেওয়া হতে পারে অর্থাৎ তা সংশোধিত হতে পারে। মূলত বেঙ্গালুরুর জলসঙ্কটের দিকে তাকিয়েই সুপ্রিম কোর্ট কর্ণাটকের দিকে রায় ঘুরিয়ে দিয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

এই ১৪.৭৫ টিএমসিএফটি জলের মধ্যে বেঙ্গালুরু ৪.৭ টিএমসি জল পাবে। যা শহরের জলসঙ্কটকে অনেকটাই দূর করবে বলে মনে করা হচ্ছে।

এই রায়ের পর সিদ্দারামাইয়া সরকার তা স্বাগত জানিয়েছে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে বেঙ্গালুরু শহরের বিশাল জনসংখ্যার চাহিদা পূরণ করতে এই রায় সুবিধা করবে বলে মনে করা হচ্ছে। যদিও এআইএডিএমকে সরকার রায় নিয়ে খুশি নয়। তামিলনাড়ুর মানুষের সঙ্গে অন্যায় করা হল বলে মনে করছেন এআইএডিএমকে নেতা ভি মৈত্রায়ন। এদিকে বিরোধী ডিএমকে গোটা ঘটনায় ব্যর্থতার দায় সরকারপক্ষের উপরে চাপিয়েছে।

English summary
Cauvery order: SC verdict will remain vaild for 15 years from now, then it can be revised
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X