For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তায় থুতু ফেলতে গিয়ে ধরা পড়েছেন? ন্যুনতম ১০০০ টাকা দিন, আর সমাজসেবা করুন!

Google Oneindia Bengali News

মুম্বই, ১৭ জুন : পথচলতি মানুষের থুতু ফেলা বন্ধ করতে নয়া উদ্যোগ নিল মহারাষ্ট্র সরকার। মঙ্গলবার রাজ্য ক্যাবিনেট একটি থুতু ফেলা বিরোধী আইন আনল যার মাধ্যমে কোনও ব্যক্তিকে আর্থিক জরিমানার সঙ্গে আবশ্যিকভাবে সমাজসেবাও করতে হবে।

আইন অনুযায়ী, প্রথমবার রাস্তায় থুতু ফেলতে গিয়ে ধরা পড়লে সেই ব্যক্তিকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। একইসঙ্গে হাসপাতাল ও সরকারি অফিসে একটা গোটা দিন সমাজসেবা করতে হবে।

রাস্তায় থুতু ফেলতে গিয়ে ধরা পড়েছেন? ন্যুনতম ১০০০ টাকা দিন, আর সমাজসেবা করুন!

দ্বিতীয়বারের জন্য ধরা পড়লে ৩০০০ টাকার জরিমানা ও ৩ দিন ধরে সমাজসেবা করতে হবে। তৃতীয়বার বা তার বেশিবার ধরা পড়লে ৫০০০ টাকা জরিমানা-সহ পাঁচ দিনের সমাজসেবামূলক কাজ করতে হবে অপরাধীকে। এই জরিমানার টাকা থেকে যে পরিমাণ অর্থ সংগ্রহ করা হবে তা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ব্যবহার করা হবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনিশ জানিয়েছেন, "আমরা এই বিষয়টি নিয়ে ক্যাবিনেটে আলোচনা করেছি। এবং স্বাস্থ্যমন্ত্রী ডাঃ দীপক সাওয়ন্তের নেতৃত্বে একটি কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একমাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে।"

সমাজসেবামূলক কাজের মধ্যে কী ধরনের কাজ থাকতে পারে? স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সাওয়ন্তের কথায়স হাসপাতালে গোটা দিন ঝাড়ু মারা, পোছা এই ধরণের কাজ।

বিশেষজ্ঞদের কথায়, এই আইন লাগু হলে, প্রকাশ্যে গুটখা খাওয়া বন্ধ হবে। কোনও ব্যক্তি গুটখা চিবোলে থুতু না ফেলে থাকতে পারবে না। আর থুতু ফেলতে গিয়ে ধরা পড়লেই সাজা ভুগতে হবে। ফলে এই আইন নেশা কমাতেও উপযোগী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

English summary
Caught spitting? Pay Rs 1,000, do social work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X