For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে করোনায় মৃতের সংখ্যা ৫০০-র গণ্ডি ছাড়াল, আক্রান্ত ১৭ হাজার! কী অবস্থা মহারাষ্ট্রে?

Google Oneindia Bengali News

কোনও ভাবেই নিয়ন্ত্রণে আসছে না দেশের করোনা সংক্রমণের পরিস্থিতি। এরই মধ্যে সোমবার থেকে কিছুক্ষেত্রে লকডাউনে ছাড় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে হটস্পট হিসাবে চিহ্নিত স্থানে কোনও রকমের ছাড় দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। এছাড়া রবিবারই ছাড় দেওয়ার বিষয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছিল কেন্দ্রের তরফে।

২৪ ঘণ্টায় দেশে আরও ১৫৫৩ জন আক্রান্ত

২৪ ঘণ্টায় দেশে আরও ১৫৫৩ জন আক্রান্ত

এদিকে সোমবার সকালে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫৫৩ জন আক্রান্ত হয়েছেন। এর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭,২৬৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৩।

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার

এদিকে দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ইতিমধ্যে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজারের গণ্ডি। এর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মুম্বই। তারপরেই সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে সেরাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর পুনে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২০০ জন। মারা গিয়েছেন ২২৩ জন।

মুম্বইতেই আক্রান্ত ২২০০ জনের বেশি

মুম্বইতেই আক্রান্ত ২২০০ জনের বেশি

মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে বাণিজ্যনগরীতেই। সেখানে ২২০০-র বেশি জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে পাল্লা দিয়ে বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে মৃত্যু হয়েছে অন্তত শতাধিক মানুষের।

আতঙ্কের কারণ ধারাভি

আতঙ্কের কারণ ধারাভি

এছাড়া মুম্বইয়ের সব থেকে বড় আতঙ্কের কারণ এখন ধারাভিতে করোনার সংক্রমণ। ধীরে ধীরে এবার করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে। এর জেরে সেখানে মোট ১০০ জনেরও বেশি এখনও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। মারা গিয়েছে ৯ জন। এই পরিস্থিতিতে ১০ লক্ষের বাসস্থান এই বস্তিতে দ্রুত করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবং তা হলে মুম্বই তো বটেই, গোটা দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের।

English summary
casualty toll rises to 543 in india as more than 17000 infected due to covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X