For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছাড়াল, আরও ভয়াবহ পরিস্থিতি

Google Oneindia Bengali News

করোনা আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যু মিছিল জারি থাকল এদিনও। এর জেরে ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল মৃতের সংখ্যা। যা পরিস্থিতি তাতে আমেরিকা ও ইউরোপে আরও ভয়াবহ আকার নিচ্ছে করোনা সংক্রমণ। ইতালি ও স্পেনে যেভাবে মৃতের সংখ্যা বেড়ে চলেছে তা রোখার কোনও উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

আমেরিকায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

আমেরিকায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

এদিকে ইউরোপের পাশাপাশি আমেরিকাতেও মৃতের সংখ্যা বেড়ে চলেছে হুহু করে। ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সেদেশে একদিনে ৫৫১ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। মোট ২১৭ জন এখনও পর্যন্ত মারা গিয়েছে আমেরিকায়। তাছাড়া আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৪০ জন।

করোনায় মৃত্যুর নিরিখে চিনকে ছাপিয়ে গিয়েছে ইতালি

করোনায় মৃত্যুর নিরিখে চিনকে ছাপিয়ে গিয়েছে ইতালি

এদিকে ইতিমধ্যেই করোনায় মৃত্যুর নিরিখে চিনকে ছাপিয়ে গিয়েছে ইতালি। ইতালিতে এখনও পর্যন্ত মোট ৩ হাজার ৪০৫ জন মারা গিয়েছে। একদিনেই সেদেশে ৫০০-র বেশির মৃত্যুর ঘটনা ঘটে। ইতালিতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩৫ জন।

করোনায় আক্রান্ত হয়ে স্পেনে মৃত্যু হয়েছে মোট ৮৩১ জনের

করোনায় আক্রান্ত হয়ে স্পেনে মৃত্যু হয়েছে মোট ৮৩১ জনের

এছাড়া ইউরোপের স্পেনের অবস্থাও খুব খারাপ। করোনা সংক্রমণ দ্রুতই ছড়াচ্ছে সেদেশে। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৮৩১ জনের। এছাড়া সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার মানুষ।

ইরানে মৃত্যু ১২০০-র বেশি

ইরানে মৃত্যু ১২০০-র বেশি

ইউরোপ বাদে ইরানে করোনার প্রকোপ ভয়াবহ আকার নিয়েছে। এদিনও সেদেশে মৃত্যু মিছইল জারি ছিল। প্রায় ৩০০ জনের মৃত্যু হয় এদিন। করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত সেদেশে মারা গিয়েছে ১২৮৪ জন। আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪০৭ জন।

বিশ্বজুড়ে ১০ হাজারের গণ্ডি ছাড়াল করোনা মৃত্যুর

বিশ্বজুড়ে ১০ হাজারের গণ্ডি ছাড়াল করোনা মৃত্যুর

এদিকে চিনে এ পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩,২৪৫ জন। সেদেশে আর কোনও স্থানীয় আক্রান্তের ঘটনা ঘটেনি। তবে দেশের বাইরে থেকে আসা ৩৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিশবজুড়ে করোনার প্রভাবে ইতিমধ্যেই ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৫ হাজার ৭৫০ জন।

ভারতে করোনার থাবায় মৃত্যু ৫ জনের

ভারতে করোনার থাবায় মৃত্যু ৫ জনের

এদিকে বিশ্বজুড়ে করোনা প্রভাবের মধ্যেই ভআরতেও ক্রমেই ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এখনও পর্যন্ত দেশে ১৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৫ জন। এদিন কলকাতাতেই আরও এক করোনা আক্রান্তের খোঁজ মেলে পরিস্থিতি খুব গম্ভীর হয়ে পড়ছে।

English summary
casualty crosses 10000 in coronavirus worlwide as italy surpasses china
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X